amader orthe amader padma setu book by AK Abdul Momen pdf download from freeBDpdf.
আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু pdf download

এ কে আব্দুল মোমেন বই pdf download
বইঃ | আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু |
লেখকঃ | এ কে আব্দুল মোমেন |
প্রকাশনীঃ | চন্দ্রাবতী একাডেমি |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | প্রকৌশল ও স্থাপত্যবিদ্যা PDF |
Link: পদ্মা সেতু | মোঃ এনায়েত চৌধুরী
প্রকৌশল ও স্থাপত্যবিদ্যা এর বই pdf
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর মাদারীপুরের শিবচরে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী বিসমিল্লাহির রাহমানির রাহিম । আজকের এই বিশাল জনসভায় উপস্থিত আমার ভাইবোনেরা , আজকে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটা বিশেষ দিন ।
আমরা কিছুক্ষণ আগেই আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু উদ্বোধন করে আসলাম , আলহামদুলিল্লাহ । আমি প্রথমেই শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে , যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন , যিনি আমাদের একটি দেশ দিয়েছেন , জাতি হিসেবে পরিচয় দিয়েছেন । আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি , ৩০ লক্ষ শহিদের প্রতি দু’লক্ষ মা – বোনের প্রতি ।
also link: রিচ ড্যাড পুওর ড্যাড | ফারজানা রহমান সুমি
মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম । জাতির পিতা চেয়েছিলেন এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে , চেয়েছিলেন এই বাংলাদেশ দরিদ্রমুক্ত হবে , উন্নত সমৃদ্ধ হবে । বাংলাদেশের প্রতিটি মানুষ , প্রতিটি মানুষ অন্ন , বস্ত্র , বাসস্থান , চিকিৎসা , শিক্ষা পাবে , উন্নত জীবন পাবে ।