আমারে দেব না ভুলিতে- আশীফ এন্তাজ রবি বই pdf download

amare debo na bhulite book by Ashif Entaj Robi pdf download from freeBDpdf.

আমারে দেব না ভুলিতে বই এর বিবরনঃ pdf download

বইঃ আমারে দেব না ভুলিতে বই pdf

লেখকঃ আশীফ এন্তাজ রবি বই pdf

প্রকাশনীঃ আদর্শ এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ জীবনীভিত্তিক উপন্যাস বই pdf

আশীফ এন্তাজ রবি এর বই pdf download

pdf download

আমারে দেব না ভুলিতে বইয়ের রিভিউঃ pdf download

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন রহস্যময় মানুষ । তার পুরাে জীবন ছিল বৈচিত্রময় । কখনাে ছিলেন মসজিদের মুয়াজ্জিন আবার কখনাে লেটোর দলে গেয়েছেন গান।আবার রুটির দোকানে কাজ করেছেন আবার কখনাে গিয়েছেন স্কুলে । ১ ম বিশ্বযুদ্ধের সময় ছিলেন পুরােদমে সৈনিক আবার জড়িয়েছেন সাংবাদিকতায় । আবার পুরােপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়ােগ করেন ।

১ ম বিয়ের আসর থেকে পালিয়ে আসেন এবং অনেক ঝামেলার মুখােমুখি হওয়া সত্বেও প্রমীলা দেবী কে বিয়ে করেন । এর পর হয়ে উঠেন একাধারে গীতিকার , সুরকার ও সংগীত পরিচালক এরপর হয়ে উঠেন ১ ম বাঙালি মুসলিম চলচ্চিত্রকার।ধ্রুব নামক চলচ্চিত্রে নারদের ভূমিকায় ও অভিনয় করেন । এরপর ১৯৪৩ সালে মস্তিষ্কে পক্ষাঘাতে জীবনের বাকি সময়টুকু নির্বাক থাকেন ও কঠিন যন্ত্রণা ভােগ করে তার জীবনাবসান ঘটে ।

Link: লতিফুল ইসলাম শিবলী আসমান pdf download

এই পর্যায়ক্রমিক ঘটনা গুলাের বিস্তারিত তথ্য নিয়ে আশীফ এন্তাজ রবি কবি নজরুল এর এক জীবন প্রবাহ এঁকে দেন । এজন্য তিনি কখনাে সত্য ঘটনা তুলে ধরেন আবার কখনাে কল্পনা শক্তির সাহায্য নেন । পরিশেষে সৃষ্টি করেন অনবদ্য এক ফিকশনাল বায়ােগ্রাফি এবং মলাটবদ্ধ হয় ” আমারে দেব না ভুলিতে ” নামে । বইটি কেন পড়া উচিতঃ কবি নজরুল চির রহস্যময় পুরুষ । তার জীবনের প্রতিটি ধাপে ছিল বৈচিত্র্যে ভরা ।

বাংলা ভাষাভাষী পাঠকদের বরাবর ই আগ্রহ নজরুল সম্পর্ক জানবার কিন্তু আফসােস নজরুল নিজে তার জীবনীগ্রন্থ লিখেন যাননি ।ফলে তার জীবনী লিখা কষ্টকর হয়ে পড়ে । নজরুল এর চলার পথে যে মানুষ গুলাে তার সংস্পর্শে এসেছিল । তারা ই কমবেশী লিখেছে সেই ঘটনা গুলাে।কিন্তু নজরুল বড় চঞ্চল হওয়ায় কোনাে জায়গায় থিতু হয়ে থাকতে পারেন নি বিধায় কারাে পক্ষেই সম্ভব হয়ে উঠেনি তাকে পুরােপুরি জানার সুযােগ , লেখার তাে প্রশ্ন ই আসে না।তবুও কিছু মানুষ চেষ্টা করেছেন তবে লিখেছেন তার জীবনের খন্ডিত খন্ডিত সময় গুলাে ।

Link: শেষ জুনায়েদ ইভান pdf book download

যেমন কেউ লিখেছেন বাল্য কাল আবার কেউবা যৌবনকাল আর কেউ লিখেছেন তার সাহিত্য রচনার সময়কাল আবার কেউ লিখেছেন তার সংগীত জীবন।কিন্তু একসাথে কেউ সব টা লিখতে পারেন নি।সেই অভাব টা মােচন করতে লেখক আশীফ এন্তাজ রবি সক্ষম হয়েছেন বলে আমার বিশ্বাস । এই বইটি পাঠের মাধ্যমে একজন পাঠক নজরুল জীবনের অধিকাংশ টুকু ই জানতে পারবে । নজরুল সম্পর্কে যেসব মিথ্যা ঘটনা গুলাে ছড়িয়ে আছে সেগুলাে সম্পর্কে জানতে পারবে।তার বাল্যকাল কেটেছিল খুব অভাব অনটনে ।

তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা গুলাের মধ্যে অন্যতম হচ্ছে তার ১ ম বিয়ের নেপথ্যে প্রেম ও বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া এবং অন্য ধর্মাবলম্বী কে বিয়ে করা আর বিদ্রোহী মনােভাবের কারনে কারাবরণ এবং তার সংগীত জীবন ইত্যাদি।আশীফ এন্তাজ নজরুলের শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত রচনা করেন।তিনি নজরুল এর সাথে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্ রবীন্দ্রনাথ , শরৎচন্দ্র , জসীমউদ্দিন , শেরেবাংলা এবং মােজাফফর ও আকরাম খান প্রমুখ ব্যক্তিদিপের সাথে পরিচয় ও পারস্পরিক ঘটনা গুলাে ব্যক্ত করেন ।

Link: সূর্য দীঘল বাড়ি বই pdf download

নার্গিস এর সাথে প্রণয় ও বিবাহ বিচ্ছেদের ঘটনা দারুণ ভাবে বর্ণনা করেন।তিনি প্রমীলার সাথে দাম্পত্য জীবন বর্ণনা করেন।নজরুল সাহিত্যের ধারাবাহিকতা বর্ণনা করেন।তিনি জীবনানন্দ দাস এর কলকাতা জীবন টা উল্লেখ করেন এবং ট্রাম দূর্ঘটনার কথা লিখেন।নজরুল কে সহজে জানতে হলে এই বইটা দারুণ সহায়ক । বইটা যেরকম হতে পারতাে এটা ঠিক যে এই নজরুল জীবনের প্রতিচ্ছবি এখানে দারুণ ভাবে প্রতিফলিত হয়েছে তবে নজরুল জীবনের সব অংশ এখানে সমান ভাবে গুরুত্ব পায়নি ।

নজরুলের যৌবন যতটা গুরুত্ব পেয়েছে ততটা গুরুত্ব তার বার্ধক্যের সময়টা ততটা গুরুত্ব পায়নি।যেমন নজরুল অসুস্থ হবার পরের সময়টা তে যে দূর্বিষহ জীবনযাপন করেন সেই বিষয়টা লেখক প্রাধান্য দেয়নি ।১৯৪৩ সাল থেকে ১৯৭২ পর্যন্ত এই সময়টার ঘটনাগুলাে গুরুত্বের সাথে স্থান পায়নি । যেসব পাঠকরা নজরুল সম্পর্কে খুব একটা জানে না তাদের জন্য কষ্টকর হয়ে পড়বে যে কোনটা সত্যি আর কোনটি কল্পনা ।

Also link: চিলেকোঠার সেপাই বই pdf download

এক্ষেত্রে ঔপন্যাসিক এর কল্পনা টুকু কে চিহ্নিত করে দিলে বইটা আরো বেশী গুছানাে লাগতাে । বেশকিছু বাড়তি চরিত্র এনে ছােট ছােট যে গল্প গুলাে সাজানাে হয়েছিল । সেগুলাে এখানে অপ্রাসঙ্গিক বলে মনে করি।এবং দীর্ঘ কলেবর হওয়ার জন্য দায়ী যেটা বইটির মূল্য বৃদ্ধি করেছে এবং অনেক পাঠক অর্থের জন্য কিনতে পারেনি বলে অভিযােগ করেছে । এই বিষয়টা খেয়াল করা উচিত ছিল লেখক ও প্রকাশকের ।

Download now amare debo na bhulite book by Ashif Entaj Robi pdf

Download …coming..soon

EBOOk DOWNLOAD