ami topu book by Muhammad Zafar Iqbal pdf download from freeBDpdf.
আমি তপু বইয়ের বিবরনঃ pdf download
বইঃ আমি তপু বই pdf
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল বই pdf
প্রকাশনীঃ পার্ল পাবলিকেশন্স এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)
ক্যাটাগরিঃ শিশু-কিশোর উপন্যাস বই pdf
মুহম্মদ জাফর ইকবাল এর বই pdf download

আমি তপু বইয়ের রিভিউঃ pdf download
উপন্যাসটির প্রশংসার ভাষা আমার জানা নেই । কিশোর সাহিত্য মানেই খালি মজা , অ্যাডভেঞ্চার বা খুনসুটি হবে এটি সেই ধারণা মুছে ফেলার মত বই।দীপু নাম্বার টু , আমার বন্ধু রাশেদে মতো এটিও একটি মাস্টারপিস কিশোর উপন্যাস । বইটি পড়ে তপুর জন্য আমার মনের কোণে কোথায় যেন একটা ব্যথা অনুভব করি ।
একটা ছেলের জীবনে হুট করেই এমন অস্বাভিকতা মেনে নেওয়া কষ্টকর । পুরো বইটিতেই একটি ঘোর লাগা অনুভূতি কাজ করেছে । উপন্যাসটিতো কৌশলে লেখক মুক্তিযুদ্ধের বিষয়টি তুলে এনেছে । যা বেশ ভালো লেগেছে ।এই গল্পটি কিশোর তপুকে নিয়ে লেখা ।
Link: কালবেলা বই pdf download
তার জীবনের খারাপ সময়ের বর্ণনা , নিঃসঙ্গতা ছোট্ট ইঁদুরের সাথে গল্প – সব কিছু বিবেচনা করা হলে কিশোর বয়সে কষ্ট করা ছেলেটির জন্য চোখে পানি চলে আসে । প্রথমবার পড়ে আমার চোখেও পানি চলে এসেছে । বারবার পড়ার পরও একই অনুভূতি কাজ করে । তপুর বাবা গাড়ি দূর্ঘটনায় মারা যান । তার বাবার মৃত্যুর কারণ হিসেবে তার মা তাকে দোষারোপ করেব ।
এমনকি তার উপর রীতিমতো অমানবিক অত্যাচারও করেন । তার বাবা চলে যাওয়ার পর সবাই তাকে দূরে ঠেলে দেয় । সে হয়ে যায় একেবারে একা । কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে । কিন্তু শেষপর্যন্ত আত্মহত্যা করতে পারে না । মায়ের ভয়ে ঘরের স্টোর রুমে তার ঠাঁই হয় । সেখানে বিচিত্র বন্ধু হিসেবে ইঁদুরকে বন্ধু বানায় ।
Link: দূরবীন বই pdf download
সে ধীরে ধীরে পড়াশোনায় খারাপ হতে থাকে । তার চারিত্রিক বৈশিষ্ট্যও খারাপ হতে থাকে । একসময় সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিল , পরে সে ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্রে পরিণত হয় । তার বাবা মারা যাওয়ার পর সে তার অভিজ্ঞতায় বুড়ো হয়ে যায় । ক্লাসের সব বন্ধু তার থেকে দূরে সরে যায় । এমনকি তার পাশে বসতেও ভয় পায় । এদিকে সে তার মায়ের চোখের সামনে চলে আসলেও তার মা তাকে মারধর করতেন ।
তার বাবা মারা যাওয়ার পর থেকেই তার জীবন উলটপালট হয়ে যায় । একসময় যে মা তাকে খুব আদর করতেন সেই মা তাকে সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান । অবশেষে প্রিয়াঙ্কা নামে তার এক বন্ধু জোটে । সে তাকে নতুন করে ভাবতে শেখায় ।
Also link: উপন্যাস বই pdf download
রাতে স্টোররুমে অপুর যখন ঘুম আসতো না , তখন সে নানা রকম গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করত । অবশেষে সে প্রিয়াঙ্কার সাহায্যে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হিসেবে স্বকৃতি লাভ করে । তখন তার জীনব ঘুরে দাঁড়ায় । এর পরেও তার মা তাকে মেনে নিতে পারেন নি ।
তার মা যখন ব্রেইন টিউমারে ভুগছিলেন , তখন তাকে কাছে টেনে নেন । মায়ের কোলে থাকাকালে তার মা মৃত্যুবরন করেন । মায়ের মৃত্যুর পর সে হাসি ফিরে পায় । কানণ মৃত্যুর আগে তার তাকে আদর করেছিলেন । ক্ষনিকের জন্য সে তার আগের জীনব ফিরে পেয়েছে । তাই জানতে হলে পরতে হবে বইটি ৷