অন্দরমহল book pdf | andarmahal Sadat Hossain pdf download

andarmahal book by Sadat Hossain pdf download from freeBDpdf.

অন্দরমহল বইয়ের বিবরনঃ pdf download

বইঃ অন্দরমহল বই pdf

লেখকঃ সাদাত হোসাইন বই pdf

প্রকাশনীঃ অন্যধারা এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)

ক্যাটাগরিঃ সমকালীন উপন্যাস বই pdf

সাদাত হোসাইন এর বই pdf download

pdf download

অন্দরমহল বইয়ের রিভিউঃ pdf download

সাদাত হোসাইনের বাকি বড় উপন্যাসগুলো পড়ার পর আমি স্মৃতিগুন্ধা , আরশিনগর , অর্ধবৃত্ত , নির্বাসন পড়ার পর আমি অন্দরমহল পড়েছি । আমার কাছে মনে হয় , এই উপন্যাসটি তার সেরা কাজ । বইটি পড়তে পড়তে ক্ষণিকের জন্য হারিয়ে গিয়েছিলাম সেই জমিদারদের আমলে ।

বীণাবালার অবয়ব যেন ফুটে উঠেছে আমার মনে । যাই হোক , দেবেন্দ্রনারায়ণ , অবনীন্দ্রনারায়ণ , যোগেন্দ্র নারায়ণ তিন ভাই । তন্মধ্যে অবনীন্দ্রনারায়ণ জ্যেষ্ঠ ভাই । উত্তরাধিকার সূত্রে তারই জমিদারত্ব পাওয়ার কথা । কিন্তু কবি মানসিকতার এই মানুষটি এসব থেকে দূরে থাকতে পছন্দ করতেন । ফলে দেবেন্দ্রনারায়ণ জমিদারির উত্তরাধিকারতা পান । কিন্তু অবনীন্দ্রনারায়ণের স্ত্রী বীণাবালা তা মেনে নিতে পারেননি ।

Link: নির্বাসন- সাদাত হোসাইন বই pdf download

তাই তিনি নানা চাল চালতে থাকেন । কখনো ধর্ষণ , কখনো খুন বা কখনো অভিনয় সব মিলিয়েই যেন এই অন্দরমহল । হয়তো লেখক সুখের সংজ্ঞায়ন করতে চেয়েছেন । বীণাবালার পরকীয়া , নিজের বউ হাকতেও নর্তকী হেমাঙ্গীনি দেবীকে ভালোবাসার চিত্র ফুটে ওঠেছে বার বার । অন্যদিকে এসব ভোগ আর সম্পত্তির মায়াজাল থেকে বের হওয়া অবনীন্দ্রনারায়ণই ছিলেন সুখি ।

কারণ তার দ্বিতীয় অন্দরমহল ছিল সমৃদ্ধশালী । দ্বিতীয় অন্দরমহল কি ? পৃথিবীতে মানুষের দুই রকমের অন্দরমহল থাকে । একখানা আসল , আরেকখানা নকল । আসলখানা ইট – পাথরের মহল নয় । সেটা থাকে বুকের ভেতরের মহল।আর এটিই দ্বিতীয় অন্দরমহল ।

Link: মেঘ বলেছে যাব যাব বই pdf download

অন্তঃকরণে বিরাজে যে জন , সেজন হেরিল বাঁচা । একদিন পুরো অন্দরমহলের আকাশে ঘন মেঘ ঘনিয়ে আসল । ঝড়ের কবলে কি শেষ হয়ে যাবে এই অভিশপ্ত অন্দরমহল ! কে জানে ! “ জগতের রহস্য শেষ হবার নয় । কারণ রহস্য অনন্ত , কিন্তু জীবণ অনন্ত নয় । অন্যধারার এই বইটি অনেক প্রিমিয়াম বাইন্ডিং এর বই ।

যে সকল মানুষদের জাগতিক চোখ দুটি থাকে না , তারা মনের চোখে কিছু বেশিই দেখে । ছোট্ট বিভুঁই এর ব্যাতিক্রম নয় । তার সামনে দাঁড়ালে , যেকোন মানুষের মনের দুর্ভেদ্যতা রিক্ত হয়ে যায় । সারল্যের জোড় বুঝি এতখানিই হয় । অর্থ বৈভরের প্রতি লোভের শিকার হয় ভুজঙ্গ , মধু , সনাতন , দ্বিজেন্দ্র , বীণাবালা , কমলামাসি ।

Link: অর্ধবৃৃও সাদাত হোসাইন বই pdf download

প্রকৃতি তার বিচার জানায় সত্যের দিকে , লোভহীনতার দিকে । আর সেই বিচারে ঘটনার আবর্তে টিকে থাকার লড়াইয়ে শেষ অব্দি সত্য সরল বিভুঁই এগিয়ে থাকে । বাংলা সাহিত্যে বর্তমানে ভালো লেখার অভাব নেই । কিন্তু পাঠক মন কালজয়ী লেখা পড়তে চায় । আমার মতে বর্তমানে কলোত্তীর্ণ লেখার বড় অভাব ।

রবীন্দ্রনাথ , বঙ্কিম চন্দ্র , শরৎচন্দ্র , মহাশ্বেতা দেবী , প্রফুল্ল রায়ের মতো কিছু নাম ছাড়া আর বেশি কিছু মনে পড়ে না । আমার মাঝে মাঝে মনে হতো , আর কি কখনও কলোত্তীর্ণ লেখা তৈরী হবে না !! হবে । এই উপন্যাস তার প্রমাণ । আজ থেকে বহু বছর বাদেও এই উপন্যাস পাঠককে সমান রোমাঞ্চিত করবে ।

Also link: পদ্মা নদীর মাঝি বই pdf download

হ্যাঁ , আমি একে কালজয়ী উপন্যাস বলছি । অনেকের একথা অত্যুক্তি মনে হতেই পারে । তাদেরকে লেখাটি পড়ে দেখার অনুরোধ জানালাম । মানুষ বিশেষে অনুভূতির পার্থক্য থাকবে হয়তো । কিন্তু একথা অস্বীকার করার অবকাশ দেয়নি এই ধারালো লেখনী । এই যে এত্ত কিছু বললাম , এ শুধু কণিকা মাত্র ।

উপন্যাসের ব্যাপ্তি আরো অনেক গভীর । সাদাত হোসাইনের হাত ধরে বাংলা সাহিত্য এক সমৃদ্ধ লেখনী পেল।তাকে ধন্যবাদ । এমন আরো অনেক লেখা পড়ার অপেক্ষায় রইলাম । আমি চাই না কাঁটাতার কোন ভাবে অন্তরায় হোক । নিরবিচ্ছিন্ন থাকুক সাহিত্য পাঠের এই আনন্দটুকু ৷

Download now andarmahal book by Sadat Hossain pdf

download

EBOOk DOWNLOAD