এনিম্যান- মুহম্মদ জাফর ইকবাল বই pdf download | anyman pdf

anyman book by Muhammad Zafar Iqbal pdf download from freeBDpdf.

এনিম্যান বইয়ের বিবরনঃ pdf download

বইঃ এনিম্যান বই pdf

লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল বই pdf

প্রকাশনীঃ সময় প্রকাশন এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)

ক্যাটাগরিঃ সায়েন্স ফিকশন বই pdf

মুহম্মদ জাফর ইকবাল এর বই pdf download

pdf download

এনিম্যান বইয়ের রিভিউঃ pdf download

কাহিনী সংক্ষেপকে দুই অংশে ভাগ করা যাক । প্রথম অংশঃ লিডিয়া , অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী । কিন্তু , সে যেসব জিনিসপত্র বানায় সেগুলাে মানুষের কল্যাণের জন্যে না , মানুষের ক্ষতির জন্যে বানায় । যথেষ্ট বীভৎস মানসিকতার এই লিডিয়ার একটা প্রজেক্টের নাম ” এনিম্যান । ” অর্থাৎ এনিমেল হিউম্যান । আধা এনিমেল , আধা হিউম্যান । এনিম্যানের চেহারা মানবশিশুর মত । গায়ে হালকা হালকা লােম থাকবে , এদের বুদ্ধিমত্তা পাঁচ বছরের শিশুর মত , চেহারায় সবসময় হাসিখুশির ভাব ।

এরা ব্যথা পেলেও হাসে , আবার না পেলেও হাসে । এদের জেনেটিক কোডিং এ কান্নার ব্যাপারটা ঢুকিয়ে দেয়া হয়নি । যেকোনাে অনুভূতিই প্রকাশ পায় এদের হাসির মাধ্যমে । এনিম্যানদের আয়ু মােটামুটি দশ বছর । লিডিয়ার প্রজেক্ট সংক্ষেপে এটাই । লিডিয়ার এই প্রজেক্টে বহু অর্থের দরকার । সেই অর্থের যােগান দেয় এপসিলন , লিডিয়ার সাথে কাজ করতে ” এপসিলন ” নামক একটা বৈজ্ঞানিক গবেষণাসংস্থা আগ্রহ প্রকাশ করে । লিডিয়াও এপসিলনে যােগ দিয়ে অল্পকিছু দিনের মধ্যেই * এনিম্যান ” প্রজেক্ট সফল করে ফেলে ।

Link: ইরিনা বই pdf download

সারা বিশ্বে তখন পােষা প্রাণী হিশেবে এনিম্যানকে কেনার জন্যে হিড়িক পড়ে যায় । আস্তে আস্তে চাহিদা বাড়ে । এনিম্যান মূলত তৈরী হয় বায়ােসেল থেকে । বায়ােসেলের দাম একটু বেশি হওয়ায় লিডিয়া পরিকল্পনা করে , এশিয়ার গরীব দেশগুলাের মহিলাদের গর্ভকে ব্যবহার করে এনিম্যান ” তৈরি করা হবে । এতে খরচ বাঁচবে , যদিও এনিম্যান প্রসব করতে গিয়ে মহিলাদের জীবনীশক্তি হ্রাস পাবে । তাতে কিছু যায় আসেনা , ওদের জীবনের কিই বা আর দাম আছে ?

২ য় অংশ তিষা আমেরিকায় বাবা – মা’র সাথে থাকে । বাবা – মা’র একমাত্র সন্তান হওয়ায় স্কুল থেকে ফিরে বাসায় সারাক্ষণ তাকে একা থাকতে হয় । তিষার একাকীত্ব ঘােচাতে বাবা তার জন্যে একটা পোষা কুকুর নিয়ে আসে । কুকুরের নাম দেয়া হয় টুইটি । একদিন , তিষাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে টুইটি মারা যায় । তিষা একা হয়ে পড়ে আবার , টুইটির জন্যে ভীষণ ভেঙ্গে পড়ে । সেই সময়েই মূলত গােটা আমেরিকায় এনিম্যান কেনার জন্যে একটা হিড়িক পড়েছে । তিষার জন্যেও একটা এনিম্যান কেনা হয় ।

Link: নিয়ান বই pdf download

কিন্তু , তিষ কিছুদিন পরে বুঝতে পারে , মানবশিশুকেই আসলে এভাবে ক্লোনিং করে এনিম্যান বানানাে হচ্ছে , যা অমানবিক , অনৈতিক । এই বিষয়টা তিষা তার ব্লগে লেখে । লেখাটা ভাইরাল হয়ে পড়ে । এপসিলন কোম্পানি তখন হন্যে হয়ে তিষাকে খুন করার পরিকল্পনা করে । কারণ , বিলিয়ন ডলারের এ প্রজেক্ট , নির্দোষ কলমের কয়েকটা আঁচড়ে এভাবে ধূলিসাৎ হবে , তা কেই বা চায় ? ঘটনা এগিয়ে চলে….

.নিজস্ব মতামতঃ বইটা কয়েকটা কারণে বেশি ভালাে লেগেছিলাে । প্রথমেই যেটা বলতে হয় , কনসেপ্ট । কনসেপ্টটা স্বকীয় মনে হয়েছে । এরকম কনসেপ্টের কিছু আগে কোনাে বইতে পড়িনি , কোনাে মুভিতেও দেখিনি । কাহিনীর বিল্ডআপও খুব ভালাে হয়েছে । একদিকে মানবশিশু ক্লোনিং করে এনিম্যান বানিয়ে সেটা বাজারজাত করার মধ্য দিয়ে যে ঘৃণ্য মানসিকতা দেখানাে হয়েছে , বিপরীতেই কিন্তু আবার তিষা , টুইটি , তিষার এনিম্যানের মধ্য দিয়ে মানবিকতা , ভালোবাসার বিষয়টিও দেখানাে হয়েছে ।

Also link: বন বালিকা বই pdf download

অর্থাৎ , বিপরীতমুখী অনুভূতি , বৈশিষ্ট্য এসেছে ধাপে ধাপে , প্রাসঙ্গিকভাবে । তাছাড়া , কাহিনীর মধ্যে গা ছাড়া ভাব দেখিনি , বর্ণনা ঝুলে পড়েনি কোথাও । টুইস্ট , সাসপেন্স , সবই ছিলাে সীমিত ভাবে । ক্লাইম্যাক্সটাও দারুণ ছিলাে , কিছুটা অন্যরকম । তবে , কাহিনী ইচ্ছে করলে আরেকটু বিস্তারিত করা যেতাে । শেষে এসে মনে হয়েছে , লেখক খুব তাড়াহুড়ােয় বিষয়টা শেষ করেছেন । ক্লাইম্যাক্সের বর্ণনা আরেকটু ডিটেইলস হলে ভালাে লাগতাে । শেষে , এটুকুই বলা যায় , ” আদর্শ সায়েন্স ফিকশন ” বলতে আমরা যেরকমটা বুঝি , সেরকমই একটি বই “ এনিম্যান । ” জাফর ইকবাল স্যারের ওয়ান অফ দ্য । মাস্টরিড বুকস ।

Download now anyman book by Muhammad Zafar Iqbal pdf

Download

EBOOk DOWNLOAD