বাঁশিওয়ালা- শীর্ষেন্দু মুখোপাধ্যায় বই pdf download | bansiwala pdf

bansiwala book by Shishendu Mukherjee pdf download from freeBDpdf.

বাঁশিওয়ালা pdf download

pdf download

শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই pdf download

বাঁশিওয়ালা বই বিবরন,

বইঃবাঁশিওয়ালা
লেখকঃশীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রকাশনীঃআনন্দ পাবলিশার্স (ভারত)
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃপশ্চিমবঙ্গের উপন্যাস PDF

Link: “আসমান” লতিফুল ইসলাম শিবলী

বাঁশিওয়ালা বই রিভিউ PDF

মনে থাকার কথাও নয় । শিশুকালে তোমাদের বিয়ে ঠিক হয়েছিল । তা তখন রুকুর বয়স বছর তিনেক হবে । তোমার বোধহয় সাত আট । বিয়ে না হয়ে ভালই হয়েছে । রুকুর তেমন লেখাপড়া হয়েছিল না । তারপর ক্লাস সিক্স না সেভেনে যখন উঠেছে তখন ব্যামোয় ধরল । সে অসুখ কিছুতেই সারে না ।

রোগা হয়ে হয়ে কাঠিসার হয়ে মরেই গেল । বেঁচেবর্তে থাকলেও তোমার মতো বিদ্যাবানের সঙ্গে মানানসই হত না । ওই যে তাদের বাড়ি । কোঠাবাড়িই ছিল এক কালে । এখন জঙ্গল । গ্রামটা খুব আবছা চেনা লাগছে মৃদুলের । একটা ক্ষয়াটে ছবি । যা মনে আছে তার সঙ্গে সবটা মিলছে না । আর অনেকটাই দীনদরিদ্র ময়লা আর ধুলোটে লাগছে । রুকুকে তার মনে নেই ।

Also link: হিমু সমগ্র ১ ২ ৩ pdf download

সে যে মারা গেছে সেটা সে একবার শুনেছিল হয়তো । কিন্তু সেটার কোনও সংবাদমূল্য ছিল না তার কাছে । ওদের বাড়িতে কেউ নেই বুঝি ? না । কে আর থাকবে ? ওই তো মেয়েটাই যা ছিল ওদের । মেয়েটা যাওয়ার পর কিছুদিন বেঁচে ছিল । তার পর তারা যে যার সময় হলে চলে গেল ।

একটু চুপ করে থেকে হরপ্রসন্ন ফের বলল , জীবন অনিত্য মশাই । সে তো বটেই । সে তো তুমি ভালই জানো মশাই । এতটুকু বয়সে কত দাগা পেলে । মা নেই , বাবা নেই , বড় ভাইটা পর্যন্ত বিদেশ বিভুঁইয়ে— গয়ানাথ একটু সতর্ক গলায় বলল , থাক না কাকা ওসব কথা ! তা বটে । ওসব ভেবে , জপ করে লাভও নেই ।

Download now bansiwala book by Shishendu Mukherjee pdf

download

EBOOk DOWNLOAD