bansiwala book by Shishendu Mukherjee pdf download from freeBDpdf.
বাঁশিওয়ালা pdf download

শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই pdf download
বাঁশিওয়ালা বই বিবরন,
বইঃ | বাঁশিওয়ালা |
লেখকঃ | শীর্ষেন্দু মুখোপাধ্যায় |
প্রকাশনীঃ | আনন্দ পাবলিশার্স (ভারত) |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | পশ্চিমবঙ্গের উপন্যাস PDF |
Link: “আসমান” লতিফুল ইসলাম শিবলী
বাঁশিওয়ালা বই রিভিউ PDF
মনে থাকার কথাও নয় । শিশুকালে তোমাদের বিয়ে ঠিক হয়েছিল । তা তখন রুকুর বয়স বছর তিনেক হবে । তোমার বোধহয় সাত আট । বিয়ে না হয়ে ভালই হয়েছে । রুকুর তেমন লেখাপড়া হয়েছিল না । তারপর ক্লাস সিক্স না সেভেনে যখন উঠেছে তখন ব্যামোয় ধরল । সে অসুখ কিছুতেই সারে না ।
রোগা হয়ে হয়ে কাঠিসার হয়ে মরেই গেল । বেঁচেবর্তে থাকলেও তোমার মতো বিদ্যাবানের সঙ্গে মানানসই হত না । ওই যে তাদের বাড়ি । কোঠাবাড়িই ছিল এক কালে । এখন জঙ্গল । গ্রামটা খুব আবছা চেনা লাগছে মৃদুলের । একটা ক্ষয়াটে ছবি । যা মনে আছে তার সঙ্গে সবটা মিলছে না । আর অনেকটাই দীনদরিদ্র ময়লা আর ধুলোটে লাগছে । রুকুকে তার মনে নেই ।
Also link: হিমু সমগ্র ১ ২ ৩ pdf download
সে যে মারা গেছে সেটা সে একবার শুনেছিল হয়তো । কিন্তু সেটার কোনও সংবাদমূল্য ছিল না তার কাছে । ওদের বাড়িতে কেউ নেই বুঝি ? না । কে আর থাকবে ? ওই তো মেয়েটাই যা ছিল ওদের । মেয়েটা যাওয়ার পর কিছুদিন বেঁচে ছিল । তার পর তারা যে যার সময় হলে চলে গেল ।
একটু চুপ করে থেকে হরপ্রসন্ন ফের বলল , জীবন অনিত্য মশাই । সে তো বটেই । সে তো তুমি ভালই জানো মশাই । এতটুকু বয়সে কত দাগা পেলে । মা নেই , বাবা নেই , বড় ভাইটা পর্যন্ত বিদেশ বিভুঁইয়ে— গয়ানাথ একটু সতর্ক গলায় বলল , থাক না কাকা ওসব কথা ! তা বটে । ওসব ভেবে , জপ করে লাভও নেই ।