emotional intelligences book by Professor Moinuddin Chowdhury pdf download from freeBDpdf.
ইমোশনাল ইন্টেলিজেন্স বইয়ের বিবরনঃ pdf download
বইঃ ইমোশনাল ইন্টেলিজেন্স pdf
লেখকঃ প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী বই pdf
প্রকাশনীঃ অদম্য প্রকাশ এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ আত্ম উন্নয়ন ও মোটিভেশন বই pdf
প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী এর বই pdf download

ইমোশনাল ইন্টেলিজেন্স বইয়ের রিভিউঃ pdf download
খ্রিস্টপূর্ব চারশাে শতক আগে সক্রেটিস বলে গিয়েছিলেন know thyself অর্থাৎ নিজেকে জানাে । তারপর ১৯৯৫ সালে ইমােশনাল ইন্টেলিজেন্স এর আধুনিক জনক ড্যানিয়েল গােলম্যান ‘ ইমােশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা ধারণাটি সুস্পষ্টরূপে প্রকাশ করেন এবং বলেন , জীবনের সফলতার ৮৫ % নির্ভর করে ইমােশনাল ইন্টেলিজেন্স ব্যবহারের উপর ।
তাই তা সহজেই অনুমেয় , এটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ । অতীতে আইকিউ দিয়ে মানুষের বয়সের সাথে জ্ঞান বা বুদ্ধির পরিমাপ করা হতাে । তবে এখন আইকিউ সাথে সাথে ইকিউ অর্থাৎ ইমােশনাল কোশেন্টকে সফলতার একটি গুরুত্বপূর্ণ পরিমাপক হিসেবে ধরা হয় । বরং জ্ঞানের বুদ্ধিমত্তা থেকে আবেগের বুদ্ধিমত্তার বেশি হলেই সফল হওয়ার সম্ভাবনা বেশি । মানুষ তার জন্মের সাথেই ইমােশনাল ইন্টেলিজেন্স নিয়ে জন্মায় ।
Link: চেষ্টার জিমনেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম pdf download
তবে আশার কথা হচ্ছে নিজেকে ক্রমাগত মূল্যায়নের মাধ্যমে একজন তার ইমােশনাল ইন্টেলিজেন্স বিকশিত করতে পারে । আর অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী এ প্রক্রিয়াটাই বর্ণনা করেছেন ‘ ইমােশনাল ইন্টেলিজেন্স ‘ বইটিতে । ইমােশনাল ইন্টেলিজেন্সের প্রধান অংশ দুইটি – আত্ম উৎকর্ষতা ও সামাজিক উৎকর্ষতা । আত্ম উৎকর্ষতার তিনটি উপাদান – আত্ম- সচেতনতা , আত্ম – ব্যবস্থাপনা , আত্ম – অনুপ্রেরণা । সামজিক উৎকর্ষতায় রয়েছে – সামাজিক সচেতনতা ও সামাজিক দক্ষতা ।
লেখক এ পাঁচটি উপাদানকে এক এক অধ্যায়ে বর্ণনা করেছেন । এখানে একটা উল্লেখযােগ্য ব্যাপার হল , প্রত্যেক অধ্যায়েই শুরুতেই সেই টপিকে নিজের আত্মমূল্যায়নের জন্যে ১০ টা করে প্রশ্ন রয়েছে । নির্দিষ্ট টপিকে নিজেকে মূল্যায়ন করে যখন আপনি একটা চ্যাপ্টার পড়া শুরু করবেন , তখন নিজ থেকে একটা রিয়েলাইজেশন আসে কোন জায়গায় ঘাটতি রয়েছে আর কী কী ইমপ্রুভ করা যেতে পারে ।
Link: ইনসাইড ইসলাম pdf download
পাঠকের বােঝার স্বার্থে উনার ব্যক্তিগত এবং বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত উদাহরণ দিয়ে ব্যাপারগুলা সহজ করে বােঝানাের ব্যাপারটাও বেশ ভালাে ছিল । এছাড়া ইমােশনাল ইন্টেলিজেন্সের প্রত্যেক উপাদানেই উনি কয়েকটা করে সূত্র বলেছেন । যেমন – সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্যে মন ও দেহের আয়নাবাজির সূত্র , নেতৃত্ব উৎকর্ষতার ভিআইপি মডেল , আত্ম – অনুপ্রেরণা বৃদ্ধির ছয় টুপির তত্ত্ব প্রভৃতি ।
মজার মজার এ নামগুলাে শুধু যে এক একটা তত্ত্ব তাই নয় , বলা যায় । এগুলা এক একটা নিজের ইমােশনাল ইন্টেলিজেন্স মূল্যায়নের চেকলিস্ট । নিজের কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা বােঝার জন্যেই নিজেকে মূল্যায়ন করা জরুরি । সর্বোপরি , বইটি পড়ার পর আমার মনে হয়েছে নিজেকে ইমােশনালি ডেভেলপ করার জন্যে এরচেয়ে চমৎকার বই আর হতে পারে না ।
Also link: এটাই সাইন্স বই pdf download
বইটাতে এত প্র্যাক্টিকাল কাজ করার জন্যে বলা হয়েছে যে , কেউ যদি সেগুলা করতে পারে সে নিজের মধ্যেই নয় , তার চারপাশেও পরিবর্তন নিয়ে আসতে পারে । তারপরেও কেউ যদি ইমােশনাল ইন্টেলিজেন্স নিয়ে আরাে জানতে চায় , তাহলে বইয়ের শেষে বেশকিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স বইয়ের নাম দেয়া আছে , সেগুলা পড়লে জেনে নিতে পারবে অনেক কিছু ।
Download now emotional intelligences book by Professor Moinuddin Chowdhury pdf
Download …coming..soon