hazar bosor dhore book by Zaheer Raihan pdf download from freeBDpdf.
হাজার বছর ধরে বইয়ের বিবরনঃ pdf download
বইঃ হাজার বছর ধরে বই pdf
লেখকঃ জহির রায়হান বই pdf
প্রকাশনীঃ অনুপম প্রকাশনী এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ উপন্যাস বই pdf এর বই pdf
জহির রায়হান এর বই pdf download

হাজার বছর ধরে বইয়ের রিভিউঃ pdf download
শহীদ কথাশিল্পী জহির রায়হান মধ্যবিত্ত সমাজের সুখ দুঃখ , আশা – আকাঙ্ক্ষাকে রূপ দিতে চেষ্টা করেছেন তার কথাসাহিত্যে । চারপাশের মানুষের সুখ দুঃখ ও আনন্দ বেদনার রূপকার সামাজিক জীবনের বৈষম্য এবং অসংঙ্গতির বিরুদ্ধে সােচ্চার ছিলেন । এসব বৈষম্য ও সামাজিক জীবনের অন্যান্য দিক তিনি তুলে ধরেন তাঁর ” হাজার বছর ধরে ” উপন্যাসে ।
সমাজ এবং পরিবেশের আর্ত – সামাজিক অপরিবর্তনের কারনে বৃহত্তর গ্রামীণ জীবনকে জীর্ণ অবস্থা থেকে আজো মুক্তি দেয়নি । ঔপন্যাসিক অন্তরঙ্গ ভাবে এই সত্যের স্বরূপ উম্মােচন করেছেন এই উপন্যাসে । সমাজ ব্যবস্থার যে অসঙ্গতি তা তিনি তুলে এনেছেন উপন্যাসের কতিপয় চরিত্রের মাধ্যমে । সুরত আলী এবং তার ছেলের ভিন্ন পরিস্থিতিতে পুঁথি পাঠের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মের একটা সঙ্গতি বিদ্যমান এবং তার এই সুর করে কমলাসুন্দরী , ভেলুয়া ।
Link: শেষ বিকেলের মেয়ে- জহির রায়হান বই pdf download
সুন্দরী বা গাজী কালুর পুঁথি পাঠের মতােই বহমান গ্রামবাংলার জীবন । বড় কোন পরিবর্তন থাকেনা । ঔপন্যাসিক এর মাঝেই জীবনের সৌন্দর্য খুঁজে ফেরেন । এদের জীবন খুব সাধারণ । তাদের জীবনের নিত্য সঙ্গী দারিদ্র্য , ঈর্ষা , কলহ , অবুঝ ভালবাসা । জহির রায়হান এই জীবনের চিরন্তনতার বিশ্বস্ত ছবি এঁকেছেন উপন্যাসে ।
উপন্যাস জুড়ে সমাজের ভেতরের অসঙ্গতি , শ্রমনির্ভর শােষণমূলক সমাজে নারীর বিপন্ন অস্তিত্ব , মানবতার চরম অবনতি এবং রােমান্টিক আবেগে সিক্ত চিত্র চিত্রায়িত করতে ঔপন্যাসিক সফল বলা যায় । বুড়াে মকবুলের বউ দের দিয়ে হালের বলদের খাটানাে , টুনির মতাে ফুটফুটে মেয়ে যখন বুড়াের বউ হয়ে আসে তখন বুঝতে পারা যায় আপত গ্রামীণ জীবনে নারীদের অবস্থান।
Also Link: আদর্শ হিন্দু হোটেল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই pdf download
বউ পিঠানাে , কথায় কথায় বউ তালাক দেওয়া নারীদের অবমূল্যায়ন চোখে পড়ে । বিমূঢ় হয়ে যাই তখন । উপন্যাসে গ্রামীন কুসংস্কারের উপস্থিতি পাওয়া যায় । গ্রামের গােড়া পত্তনে পূর্বপুরুষের কথা জানা যায় । বিভিন্ন কল্পকাহিনীও শােনা যায় । সব গুলাে চরিত্র ছাপিয়ে পাঠক কে মুগ্ধ করে টুনির চাঞ্চলতা । একজন সুন্দর , সরল পল্লীবধূর বাস্তবােচিত প্রতিরূপ হলাে টুনি ।
ঔপন্যাস বিচারে জহির রায়হানের ” হাজার বছর ধরে ” শােষণ মূলক পিছিয়ে পড়া গ্রাম বাংলার চিত্রপট । প্রতিটি চরিত্রই ভীষণ ভাবে আকর্ষণ করে । উপন্যাসের শুরু থেকে ঝিমিয়ে পড়া সমাপ্তের মাধ্যমে আমরা আমাদের গ্রামীণ সমাজকেই অনুভব করি । গ্রাম বাংলার জনজীবন নিয়ে রচিত অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস । যা অনেক বার পড়েও পৃষ্ঠা গুলাে পুরােনাে করা যায় না । জহির রায়হানের অন্যতম শ্রেষ্ঠ কৃর্তী এই ” হাজার বছর ধরে ” উপন্যাস ।
Download now hazar bosor dhore book by Zaheer Raihan pdf
আরও ডাউনলোড করুন একজন আধূলি বই pdf link