জোছনা ও জননীর গল্প- হুমায়ূন আহমেদ বই pdf download

jochna o jononir golpo book by Humayun Ahmed pdf download from freeBDpdf.

জোছনা ও জননীর গল্প বইয়ের বিবরনঃ pdf download

বইঃ জোছনা ও জননীর গল্প বই pdf

লেখকঃ হুমায়ূন আহমেদ বই pdf

প্রকাশনীঃ অন্যপ্রকাশ এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)

ক্যাটাগরিঃ রাজনৈতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বই pdf

হুমায়ূন আহমেদ এর বই pdf download

pdf download

জোছনা ও জননীর গল্প বইয়ের রিভিউঃ pdf download

মুক্তিযুদ্ধ ও সমকালীন বিভিন্ন সত্য ঘটনার আলোকে লেখা একটি উপন্যাস । বিভিন্ন চরিত্রের মাধ্যমে লেখন সেসময়ের অবস্থা তুলে ধরেছেন । ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি গ্রাম গঞ্জের বিভিন্ন মুক্তিযোদ্ধাদের গল্পও এখানে উঠে এসেছে , যাদের কথা আমরা কখনো শুনিনি ।

লেখকের নিজের অভিজ্ঞতা , নিজের বাবার আত্মত্যাগ , মা ও ভাইকে নিয়ে ছুটোছুটি , পালিয়ে বেড়ানো ইত্যাদি বিষয়গুলোও গল্প আকারে এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন । পাকিস্তান মিলিটারী বাহিনীর হত্যাকান্ড , সেই সাথে দেশের শান্তি কমিটির কার্যক্রমও ঊঠে এসেছে ।

Link: মা- আনিসুল হক বই pdf download

তবে লেখক স্বাধীনতার ঘোষণা নিয়ে নিজের মতামতকেই প্রাধান্য দিয়েছেন । স্বাধীন বাংলা বেতার কেন্দ্র , ভারতে বাংলাদেশীদের শরণার্থীশিবির , মুক্তিযোদ্ধাদের ট্রেনিং , বিভিন্ন গেরিলা কাহিনী ইত্যাদি গল্পাকারে ফুটে উঠেছেন । এই দুঃসময়েও বিভিন্ন পরিবারের পারিবারিক কাহিনী , বিয়ে , মৃত্যু , কান্না , হাসি – আনন্দ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ।

বঙ্গবন্ধু , জিয়াউর রহমান , কবি শামসুর রহমান , আতাউল গণি ওসমানী থেকে শুরু করে একাত্তরের সকল বিশিষ্ট ব্যক্তিদের কাহিনী প্রাসংগিকক্রমে সুন্দর ভাবে সংযোজন করেছেন ।” জোছনা ও জননীর গল্প ” ঐতিহাসিক উপন্যাস হলেও লেখক অনেকগুলো কাল্পনিক আর বাস্তব চরিত্রের সমন্বয়ে লিখেছেন ।

Link: সেরিনা- মোহাম্মদ জাফর ইকবাল বই pdf download

বইটিতে যেমন রয়েছে শাহেদ , আসমানী , রুনী , নাইমুলের মতো কাল্পনিক চরিত্র তেমনি রয়েছে শেখ মুজিব , জিয়াউর রহমান , মাওলানা ভাসানী , কাদের সিদ্দিকী , ইয়াহিয়া , ভুট্টো , আরো অসংখ্য চরিত্র । বইটিতে লেখকের নিজের বাস্তব চিত্রও দেখা যায়।

লেখকের বয়স ছিলো তখন ২৩ বছর , ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র । খুবই গোছানো ছিলো উনার জীবন । সেই জীবনে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সবকিছু তছনছ হয়ে যায় । হুমায়ূন আহমেদের বাবা ছিলেন পুলিশ অফিসার যাকে ধরে নিয়ে যায় পাক বাহিনী । তারপর থেকেই তাদের জীবনে শুরু হয় ভাসমান জীবনযাত্রা ।

Also link: লাল সন্ত্রাস বই pdf download

যুদ্ধ শেষে অনেকে ফিরে এসেছে তাদের প্রিয়জনদের কাছে আবার অনেকেই পারেনি ফিরতে । বাংলার অসংখ্য দামাল ছেলেরা জীবন দিয়েছে যাদের কবরের ঠিকানা কেউ জানেনা । জোছনা রাতে বাংলা মা পরম যত্নে সেই বীর সন্তানদের কবরে নকশা তৈরি করেন ।

পাঠপ্রতিক্রিয়াঃ মুক্তিযুদ্ধের অন্যান্য বই যেমন – একাত্তরের দিনগুলি , মা , মধ্যাহ্ন আরো অনেক বই যেগুলো আমার মনে অনেকখানি যায়গা করে রেখেছে সেখানে সবার উপরে থাকবে জোছনা ও জননীর গল্প । বইয়ের প্রচ্ছদ এবং কাগজের মান দুটোই চমৎকার । বইটা পড়ার পর কিছুদিন ধরে শুধু মুক্তিযুদ্ধের বই পড়তে ইচ্ছে করছে ।

Download now jochna o jononir golpo book by Humayun Ahmed pdf

download

EBOOk DOWNLOAD