kacher manus book by Suchitra Bhattacharya pdf download from freeBDpdf.
কাছের মানুষ বইয়ের বিবরনঃ pdf download
বইঃ কাছের মানুষ বই pdf
লেখকঃ সুচিত্রা ভট্টাচার্য বই pdf
প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স (ভারত) pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)
ক্যাটাগরিঃ পশ্চিমবঙ্গের উপন্যাস বই pdf
সুচিত্রা ভট্টাচার্য এর বই pdf download

কাছের মানুষ বইয়ের রিভিউঃ pdf
গল্পটা ষোল বছরে কিশোরী তিতিরের । যৌবনের দোরগোড়ায় দাড়িয়ে আছে যে।বাইরে উচ্ছল , আনন্দিত , তার সমবয়সী অন্য দশটা মেয়ের মতই । কিন্তু ভেতরে চাপা , নিস্পন্দ , কঠিন । বাবার জন্য তার অপরিশীম ভালবাসা । কিন্তু বাবা আদিত্য মাতাল , আবেগ প্রবন , নিষ্কর্মা । আর মা ইন্দ্রানী যেন লৌহমানবী । গল্পটা ইন্দ্রানীর । সবার চোখে লৌহমানবীর মত কঠিন হলেও , বুকের ভেতর তার সমুদ্র ।
দ্বায়িত্বহীন স্বামীর সংসারে , সেই একমাত্র খুঁটি । দিন রাত অমানুষিক পরিশ্রম করে , নিজের সংসারের জন্য । কিন্তু মন জুড়ে দখল নিয়ে আছে আরেকজন , যে তার সংসারের কেউ নয় । শুভাশিস সেনগুপ্ত শহরের নাম করা ডাক্তার । পসার প্রতিপত্তির কমতি নেই তার । অঢেল সম্পদের মালিক । একমাত্র ছেলে টোটো , আর স্ত্রী ছন্দা কে নিয়ে তার সুখের সংসার । তবে সে সুখ শুধু মানুষের চোখে ।
Link: ইন্দুবালা ভাতের হোটেল বই pdf download
ভেতরে ভেতরে সে ভয়ানক একা । তার হৃদয় অন্য একজনের জন্য তৃষিত । আরো আছে শিবসুন্দর , সুমিত – রুনা , বাপ্পা , কন্দর্প , মধুমিতা । ছেলে হারানো শোক বুকে চেপে রাখা ধীরাজ- উমা । এরা সকলেই সকলের সাথে একেক সম্পর্ক আবদ্ধ । কোন সম্পর্ক রক্তের , কোনটা দ্বায়িত্বের , আবার কোনটি ভালবাসার । কিন্তু ভেতরে সবাই একা , সবাই বিষন্ন । সবার ভেতরেই আত্মদন্দ্বের এক অভিন্ন গল্প ।
পাঠ প্রতিক্রিয়া : সময়ের সাথে ঘটে যাওয়া ঘটনা কিংবা পরিস্থিতিগুলো হয়ত বনর্না করা যায় । কিন্তু যে অনুভূতি একান্তই মনস্তাত্ত্বিক , তা কি কোন প্রকার শব্দ দিয়ে প্রকাশ করা যায় ? সুচিত্রা ভট্টাচার্যের ” কাছের মানুষ ” শেষ করে মনে হলো , বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে । অদ্ভুত একটা চিনচিনে অনুভূতি হানা দিচ্ছে মনে । কি ভাবে করব এ ব্যাথার বনর্না ? ছাপোষা মধ্যবিত্ত পরিবারের গল্প এটি ।
Link: আট কুঠুরি নয় দরজা বই pdf download
আদিত্য – ইন্দ্রানীর সংসারে তাদের দুটি ছেলে মেয়ে । বাপ্পা আর তিতির । বাপ্পা উচ্চাভিলাষী । বাবা , মা পরিবার কারো প্রতিই তার টান নেই । তিতির ভালবাসা , আবেগে পরিপুর্ন একজন । এই সংসারের কাণ্ডারি ইন্দ্রাণী । স্বামী আদিত্যর প্রতি আপাত দৃষ্টি তে তার কোন টান নেই । বাপ্পার জাহাজে চাকরী হওয়ার পর ট্রেনিং এর জন্য দরকার পড়ে চল্লিশ হাজার টাকার । সেই টাকা যোগার করতে হিমশিম খায় ইন্দ্রানী ।
ডাক্তার শুভাষিস সেনগুপ্ত আর ইন্দ্রাণীর মধ্যকার সম্পর্ক তাদের দুজনের পরিবারের মধ্যে ওপেন সিক্রেটের মত । বন্ধুত্বের আড়ালে দুজনের মধ্যে রয়েছে তীব্র এক ভালবাসা । কিন্তু তাদের মধ্যে এমন গোপন কিছুও আছে , যা কেউ জানে না । যেই গোপন সত্যের তাড়নায় প্রতি মুহুর্তে যন্ত্রনায় গ্ধ হয় তারা ।
Also link: কপালকুন্ডলা উপন্যাস বই pdf download
প্রতি মুহুর্তে মানুষ নিজের মধ্যে নিজেকে একাকিত্বে আবিষ্কার করে । কাছের মানুষ উপন্যাসের চরিত্র গুলোও তাদের থেকে আলাদা নয় । পড়ার সময় উপন্যাসের চরিত্র গুলো কখন যেন নিজের সাথে মিশে গেছে , তা টেরই পাইনি । শেষে তাদের পরিণতি অদ্ভুত কষ্টে নিমজ্জিত করেছে আমাকে ।
অনেক উপন্যাস পড়েই মনে হয় , এই অংশ টা বেশ নাটকীয় । কিন্তু কাছের মানুষের ক্ষেত্রে মনে হয়েছে , যা বাস্তব তাই ঘটছে । দীর্ঘ সময় , বহু চরিত্রের স্বকীয়তা , মনস্তাত্ত্বিক দ্বন্দ প্রকাশে লেখক পুরোপুরি সার্থক । যারা পড়েননি , পড়ে দেখতে পারেন । ভাল লাগবে , নিশ্চিত ।