kalbela book by Samresh Majumdar pdf download from freeBDpdf.
কালবেলা বইয়ের বিবরনঃ pdf download
বইঃ কালবেলা বই pdf
লেখকঃ সমরেশ মজুমদার বই pdf
প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স (ভারত) এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)
ক্যাটাগরিঃ পশ্চিমবঙ্গের উপন্যাস বই pdf
সমরেশ মজুমদার এর বই pdf download

কালবেলা বইয়ের রিভিউঃ pdf download
এইবইটার পূর্বের বই ছিল উত্তরাধিকার এবং পরের বইটি কালপুরুষ।এগুলাে সমরেশ মজুমদারের বিখ্যাত ট্রিলােজি উপন্যাস সিরিজের বই।এই উপন্যাস টি প্রথমে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং পরে বই আকারে প্রকাশিত হয় । সংক্ষেপ : এই উপন্যাসে প্রধান চরিত্র অনিমেষ । তাকে ঘিরেই গল্পের পটভূমি তৈরী হয়েছে ।
সেকেন্ডারি পাসের পর কলেজে ভর্তির জন্য জলপাইগুড়ি ছেড়ে কলকাতা শহরে ভর্তি হতে আসাধারণ এক অনিকে নিয়েই গল্প এগিয়ে গেছে।প্রথম সে যখন এসেছিল কলকাতা শহরে , প্রথমদিনেই সে মুখােমুখি হয়েছিল বিরাট এক দুর্ঘটনার । এই দুর্ঘটনাই তার আসন্ন সমগ্র জীবনযাপনে এবং তার উরুতে এক গভীর দাগ ফেলে গিয়েছিল।কলকাতা এসেই অনিমেষ পায়েগুলি খায় পুলিশের । অনিমেষ কখনই ভাবে নি রাজনীতিতে জড়াবে ।
Link: লীলাবতীর মৃৃত্যু বই pdf download
অস্ত্র হাতে বিপ্লবের পথে হাঁটতে শুরু করবে।জলপাইগুড়ির মতাে পাহাড়ি এলাকা থেকে আসা সহজ সরল অনি তখনও বুঝতে পারে নি রাজনীতির ভেতরেও গভীর বিষাক্ত নগ্নতা রয়েছে । চোখের সামনে ভাগ হতে দেখেছে আদর্শকে । এই রাজনীতির সহিংস আন্দোলনে যােগ দিয়ে জেলে যেতে হয়েছে অনিকে । তার দাদুর শেষকৃত্য পর্যন্ত ভালমতাে করতে পারে নি সে । বাবা , ছােট মা সবার সাথেই সম্পর্ক শেষ হয়ে যায়।নকশাল আন্দোলনের জন্য অনিমেষকে জেলে যেতে হয়েছে , অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে।
এমনকি দেহের নিম্নাংশ অকেজো করে দেয় পুলিশ । এত কিছুর পরও অনিমেষের একমাত্র শান্তির স্থান ছিল মাধবীলতা।লতার সাথে অনির পরিচয়ের পর তা প্রনয়ে রূপ নেয়।এবং অনিমেষের জন্য সে তার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে।সেই ছিল অনিমেষের একমাত্র আপনজন।সে অনিমেষের অবৈধ সন্তান কেও পৃথিবীর মুখ দেখায়।জেলে বন্দি অনিকে নিয়মিত দেখতে যেত ও ‘ ।
link: ব্যোমকেশ সমগ্র বই pdf download
জরাজীর্ণ একটি বাড়িতে অভাব অনটনের মধ্যে ছেলে নিয়ে থাকতাে সে । দারিদ্রতা , মাথার উপর শীর্ণ চাল থাকলেও অনির জন্য ভালােবাসার অভাব হয় নি । অনি যখন সব হারিয়ে জেল খেটে পঙ্গু অবস্থায় বের হয় , তখন তাকে পরম আদরে নিজ বাড়িতে নিয়ে এসে ছেলেকে অনির হাতে তুলে দিয়েছিল যেন অনি নিজের ইচ্ছামতাে ছেলেকে গড়ে তুলতে পারে।বিল্পবের অপর নাম ছিল মাধবীলতা ।
পরিশেষ : এই উপন্যাসে রাজনৈতিক দৃষ্টিকোণের পাশাপাশি একজন নারীর জন্য তৎকালীন সময়ের প্রতিবন্ধকতাগুলাে তুলে ধরা হয়েছে এখানে । নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং সমাজের উচু , মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের মানসিকতার একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে এই সমগ্র উপন্যাসে । সমরেশ মজুমদারের অসাধারণ একটি সৃষ্টি এই ” কালবেলা ” ।
Also link: ইনফার্নো বই pdf download
এই ” কালবেলা ” উপন্যাসটির জন্য তিনি ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন । ২০০৯ সালে এই উপন্যাস নিয়ে একটি সিনেমাও মুক্তি পায় । সর্বোপরি অসাধারণ একটি উপন্যাস।সময় পেলে সমরেশ মজুমদারের এই অনবদ্য উপন্যাসটি অবশ্যই পড়বেন ।