কাঙালসংঘ- ওবায়েদ হক বই pdf download | kangalsongho pdf

kangalsongho book by Obaid Haque pdf download from freeBDpdf.

কাঙালসংঘ বইয়ের বিবরনঃ pdf download

বইঃ কাঙালসংঘ বই pdf

লেখকঃ ওবায়েদ হক বই pdf

প্রকাশনীঃ ৫২ (বায়ান্ন) এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)

ক্যাটাগরিঃ সমকালীন উপন্যাস বই pdf

ওবায়েদ হক এর বই pdf download

pdf download

কাঙালসংঘ বইয়ের রিভিউঃ pdf download

বইটির সাথে , বইয়ের মধ্যে থাকা জীবনগুলির সাথে , চরিত্রগুলোর মধ্যে সারাক্ষণ ডুবে গিয়েছিলাম , অভিভূত হয়ে গিয়েছিলাম একটি রিভিউ দিয়ে এই বইকে প্রকাশ করা বা ব্যাখ্যা করা সম্ভবই না কারণ জীবনের কোনো রিভিউ হয়না । এখানে বইটি তৈরি করে দিয়েছে কয়েকটি জীবনের সাথে পাঠকের আত্মার এক সম্পর্ক ।

যেই জীবনগুলো কারো কাম্য নয় যেই জীবনগুলো সমাজ দেখে তাচ্ছিল্যের চোখে কিন্তু সেই জীবনগুলো আমরা কখনোই পড়ি না পড়তে পারি না ! সেই চিন্তার ক্ষমতা তো আমাদের নেই । কিন্তু লেখক এই বইয়ের মাধ্যমে এই জীবনগুলো , তাদের ব্যথা তাদের স্বপ্ন উপলব্ধি করতে আমাদের সাহায্য করেছে ।

Link: মেঘ বলেছে যাব যাব বই pdf download

কাঙালসংঘে সেই সকল ” কাঙালদের ” সাথে পরিচয় করিয়ে দিয়েছে যারা পেটের দায়ে ছিনতাইকারী , পতিতা ইত্যাদি।তারা হোক না পতিতা হোক না ছিনতাইকারী তাদের স্বপ্নগুলোও তো সবার মত কি সুন্দর সাজানো কিন্তু ভাগ্যের উপহাসে আজ তারা পতিতা , ছিনতাইকারী । কি নির্মম তারপর আসে তাদের ভালোবাসার ব্যাপারটা ।

বইয়ের প্রধান চরিত্র মনা । ছোটবেলায় পাগল মায়ের কাছে মানুষ । কিন্তু সে তো মা হোক না পাগল কি সুন্দর মনাকে আগলে রাখ মা আর শিশুপুত্রের ভালোবাসায় একটা বাক্য তো হৃদয় ছুঁয়ে দিয়েছে লেখক।মায়ের কোলে শিশুর বর্ণনা দিয়েছে ঠিক এভাবে ← তাকে ( মাকে ) দেখলে মনে হয় শ্যাওলাধরা শীর্ণ একটা বৃক্ষ , যার ডালে একটা অপূর্ব সুন্দর ফুল ফুটে আছে ।

Link: দারূচিনি দ্বীপ বই pdf download

কি চমৎকার ব্যাপার তাইনা ? বইয়ে বাবার ছেলের প্রতি ভালোবাসারও হৃদয়স্পর্শী পরিচয় দিয়েছেন লেখক । বাবা হোক সে সবার জন্য খারাপ হোক সে অপূর্ণ ছেলের ভরণপোষণে কিন্তু ছেলেকে যে ভালোবাসার উদাহরণ দেখিয়েছে তা বিরল । ভালোবাসার আরো একটি প্রকার নর নারীর ভালোবাসা ।

কি সুন্দর বর্ণনা করেছে এটিও ভালোবাসায় সংসার বাঁধার স্বপ্ন , চোখে স্বপ্ন দুটো হৃদয়ের এর বন্ধন খুব দারুণ ভাবে ব্যাখা দিয়েছে লেখক।বিরল ভালোবাসার উদাহরণ।দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত , সমাজচ্যুত হতভাগ্য , প্রিয় কেউ হারানোর বেদনা , অপমান , ক্ষুধা , ঠকে যাওয়া সবকিছু সবকিছু সত্বেও তাদের বিবেকবোধ আর ভালোবাসা মন ছুঁয়ে দেয় ।

Link: নির্বাসন- সাদাত হোসেন বই pdf download

প্রত্যেকটা চরিত্র , বইয়ের প্রতিটা চরিত্র আমাদের শিক্ষা দেয়।প্রতিবন্ধী , পাগল , পতিতা , জেলের আসামী , ছিনতাইকারী সবকিছু চরিত্র দারুণ কিছু শিক্ষা দেয় । বইয়ের শেষের অংশেও ইট পাথরের দেয়ালে থাকা তথাকথিত সামাজিক মানুষদের লেখক দেয় একটি শিক্ষা , একটি ধীক্কার । বইটা পড়ার পর একবারও মনে হয়নি আমি বই পড়ছি।আমার মনে হয়েছে আমি রেললাইনে আছি।

মনে হয়েছে সেই বস্তিতে আছি আছি সেই ইট ভাটায় আছি পতিতালয়ে কিছু বইয়ের প্রতি ভালোলাগার তীব্রতা কখনোই রিভিউ দিয়ে প্রকাশ করা হয়না । কিছু চরিত্রকে কখনো ভাষায় লিখে বা বলে তাদের বুঝানো যায় না তাদের প্রতি ভালোবাসাও প্রকাশ করা যায়না । সেই সব বই নিয়ে বইয়ের চরিত্র , সেই চরিত্রগুলোর জীবনের গল্প নিয়ে যদি আজীবনও ভাবা হয় কোন কূল পাওয়া যাবে না কারণ এইসব জীবনের কখনোই রিভিউ হয়না ।

Also link: কপালকুন্ডলা বই pdf download

তারা সবসময়ই থেকে যায় সবার মনে যেমনটি পরেরবার আমি যদি কোনো নোংরা বস্তি , রেললাইনের সেই জায়গায় কোনো অসহায় মেয়ে দেখি মনে পরবে বকুলের কথা , তার তীব্র হাহাকার এর কথা , উপলব্ধি করব তার কান্নাধ্বণি , সেখানে মনে পরবে মনার কথা , হাজেরা নামক সেই মায়ের কথা ,

শহরের রক্ত জসিমের কথা , ষষ্ঠীচরণ এর কথা , গুরুজি নামের আড়ালে সেই ছেলেটির কথা খুব মনে পরবে , খুব কাঁদাবে তাদের এই লাঞ্চিত জীবনের কথা মনে মনে সবশেষে বলব লেখকের কাছে এমন আরো বই পেতে চাই পড়তে চাই । যেগুলো মানুষ এর অন্তরচক্ষু খুলে দিতে পারে ৷

Download now kangalsongho book by Obaid Haque pdf

download