khushu khuju book by Masudur Rahman pdf download from freeBDpdf.
খুশূ খুযূ pdf download

মাসউদুর রহমান এর বই pdf download
খুশূ খুযূ বই বিবরন,
বইঃ | খুশূ খুযূ |
লেখকঃ | মাসউদুর রহমান |
প্রকাশনীঃ | সমকালীন প্রকাশন |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | সালাত/নামায PDF |
Link: পরকালের প্রস্তুতি | porokaler prostuti
নামাজ মহান আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত । এটি মানুষকে আল্লাহর কাছাকাছি করে । তবে নামাজের মধ্যে আমরা যে সূরা আওড়ায় তা মূলত কোন কাজে লাগে না যতক্ষণ তার মর্মোদ্ধার করা সম্ভব হয় । কাজেই আমাদেরকে নামাজের মূল প্রাণ বা সত্তা অনুধাবন করতে হবে । আর সেজন্য এ বইটা হতে পারে তোমার নিত্য সঙ্গী ।
দেখা যাবে নামাজের মধ্যে এ বইটি শুধুমাত্র দেহ নয় বরং নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে বান্দার কথোপকথনে রূহ ও দেহের সংযোগে কথা – বার্তার মাধ্যমে অত্যন্ত বিনয় প্রকাশ করে যা রবের কাছে যেকোন আবিদকে প্রিয় করে তোলে । তাই আজই সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এ বইটি ।
Also link: “প্রিয়তমেষু” হুমায়ুন আহমেদ
আমরা সলাত পড়ি , আবার ঘুষও গ্রহণ করি । কেউ মাসজিদে জামা’আতের সাথেই সলাত পড়ে , কিন্তু দেখা যায় , তিনিই আবার সুদগ্রহণ অথবা ব্যভিচারে লিপ্ত । তার হাত থেকে কোনো অসহায় মানুষও রক্ষা পায় না । এমন কোনো অশ্লীল শব্দ , বাক্য , কথা নেই যা তার মুখ থেকে বেরোয় না । কেন ? এমন তো হওয়ার কথা ছিল না । কথা ছিল সলাত তাকে অশ্লীলতা থেকে দূরে রাখবে ।
তার পাপকাজ , অনাচার থেকে দূরে রাখবে । তাহলে ? মূল ব্যাপার হলো , তার সালাতগুলো সলাত হয় না , হয় কেবল শারীরিক ব্যায়াম ; তার সলাতগুলো হয় নিছক আনুষ্ঠানিকতা , লোক দেখানো । অন্তরের পবিত্রতা , আত্মার শুদ্ধিকরণ এবং নিয়্যাতের বিশুদ্ধতা নিয়ে যতক্ষণ না বান্দা সলাত আদায় করবে , ততক্ষণ তার সেই সলাত ‘ সলাত ‘ হিসেবে গণ্য হবে না ।