koyekti mritu book by Zaheer Raihan pdf download from freeBDpdf.
কয়েকটি মৃত্যু pdf download

জহির রায়হান এর বই pdf download
কয়েকটি মৃত্যু বই বিবরন,
বইঃ | কয়েকটি মৃত্যু |
লেখকঃ | জহির রায়হান |
প্রকাশনীঃ | অনুপম প্রকাশনী |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | চিরায়ত উপন্যাস PDF |
Link: বৃষ্টি বিলাস– হুমায়ূন আহমেদ
চিরায়ত উপন্যাস বই pdf download
আব্বার জায়নামাজটা কোথায় ? নিয়ে এসো তো । জায়নামাজ দিয়ে কি করবে ? বিস্ময়ভরা দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকালো বড় বৌ । মনসুর আলী সংক্ষেপে জবাব দিলো– নামাজ পড়বো । সেকি ! আজ হঠাৎ নামাজ পড়তে চাচ্ছো ? না মানে কিছুক্ষণ ইতস্তত করলো মনসুর আলী । তার পর স্ত্রীর উপর রেগে গিয়ে চিৎকার করে উঠলো সে । তোমার ওই মুখে মুখে তর্ক করার অভ্যেসটা এখোনো গেলো না । যা বলছি তাই করো ।
জায়নামাজটা কোথায় আছে খুজে নিয়ে এসো । অনেক্ষন ধরে একটা বইয়ের পাতা উল্টাচ্ছেন মেঝো ছেলে আহসান কিন্তু কিছুতেই বইয়ে মন বসছে না তার । অথচ ঘুমও আসছে না।মেঝো বউ কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে উসখুস করে বললো– হ্যাগো । তুমি না একটা ইন্সিওরেন্স করেছিলে ? হ্যা করেছিলাম তো ।
Also link: দেবদাস– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কিন্তু কেনো বলো তো ? না এমনি । হঠাৎ মনে পড়লো তাই তোমাকে জিজ্ঞেস করলাম । বইটা বন্ধ করে স্ত্রীর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলো আহসান । ধীরে ধীরে একটা মৃদু হাসি জেগে উঠলো তার ঠোটের কোনে । বাড়ির সেজোছেলে মকবুল একটা সিগারেট ধরিয়ে ঘন ঘন টানছে আর হিসেবের খাতা দেখছে ।
ছোটবউ তার পিঠের কাছে এসে দাঁড়ালো । মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে দিতে বললো– কই উত্তর দিলে না ? কিসের উত্তর ? কিন্তু এ বাড়ি এমন ছিলো না । ছেলে বৌ নাতি নাতনী নিয়ে সুখের সংসার ছিল আহমদ আলী শেখের । সেদিন রাতের সের ভয়াবহ ঘটনার আগেও সব ঠিকই চলছিল ।
koyekti mritu pdf download
তবে .. ! তবে কি ছিল সেই ভয়াবহ ঘটনা ??? অনুভূতিঃ এমন এক ছোট্ট পরিসরেও যে এতো বিশাল রেশ সৃষ্টি করে দেয়া যায় তা জহির রায়হান ছাড়া আর কেই বা পাড়বে ! বইটা হয়তো হাতে নিতেই শেষ হয়ে যাবে তবে রেশ রয়ে যাবে অনেক্ষণ । তাই জানতে হলে পরতে হবে ৷