kreetadaser hasi book by Shawkat Osman pdf download from freebdpdf.
ক্রীতদাসের হাসি বইয়ের বিবরনঃ pdf download
বইঃ ক্রীতদাসের হাসি বই pdf
লেখকঃ শওকত ওসমান বই pdf
প্রকাশনীঃ সময় প্রকাশন এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ চিরায়ত উপন্যাস বই pdf
শওকত ওসমান এর বই pdf download

ক্রীতদাসের হাসি বইয়ের রিভিউঃ pdf download
ঘটনাটি মুসলিম খলিফা হারুন অর রশিদের অন্দর মহলের । খলিফার হাবসী ক্রীতদাস # তাতারী ও আরমেনীয় দাসী # মেহেরজান পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে প্রেমে পড়ে । তাদের ভালবাসাকে স্বীকৃতি দেন রাজমহিষী । খলিফার অজান্তেই রাজমহিষী দুজনের বিয়ে দিয়ে দেন । তারা খলিফার স্ত্রীর অনুমতিক্রমে প্রতিরাতেই দাসদের বসবাসের নির্ধারিত স্থানে মিলিত হত ।
এ দুই প্রেমিক – প্রেমিকা মিলিত হয়ে প্রাণখােলা হাসি হাসত । এদিকে খলিফার মনে শান্তি নাই , তার ধন সম্পদ রাজ – ক্ষমতা সবই রয়েছে । কিন্তু তিনি মনের মধ্যে সব সময় একটি অস্থিরতাবােধ করেন । তিনি যেন হাসতেই ভুলে গেছেন । একদিন রাতের বেলায় বাগানে তার জল্লাদ – কাম সহচর মাশরুরসহ বেড়াতে গেলে সেখান থেকে ক্রীতদাসের হাসি শুনতে পান ।
Link: লালসালু বই সৈয়দ ওয়ালীউল্লাহ pdf download
খলিফা মাশরুরকে আদেশ দেন যে কে এমন প্রান খােলা হাসি হাসে তাকে খুজে বের করতে।মাশরুর সেই হাসির উৎস খুঁজে বার করে এবং খলিফাকে জানায় । পরের দিন তিনি গােপনে তাতারি ও মেহেরজান এর প্রেমলীলা প্রতক্ষ করেন । কিন্তু খলিফার অদ্ভুত খেয়াল হয় তিনি ক্রীতদাসকে মুক্ত করে দিয়ে তাকে প্রয়ােজনীয় শানসাওকাত দিয়ে তার প্রাণখােলা হাসি শুনবেন ।
ক্রীতদাস তাতারির প্রাণােচ্ছল হাসি শুনে বিমােহিত খলিফা ভেবেছিল তিনি তাতারির হাসি কিনে নিতে পারবেন । যখন ইচ্ছে সেই হাঁসি শুনতে পাবেন যেন তাতারি চাবি দেওয়া পুতুল । যখন চাবিতে মােচড় দেবেন তখনি সে হাসতে শুরু করবে । সেই চেষ্টায় খলিফা তাতারি কে দাস থেকে মুক্ত করে অঢেল সম্পত্তি প্রদান করলেও তাতারি কিন্তু আর তার সেই প্রান খােলা হাসি হাসতে পারেনি ।
Link: হাজার বছর ধরে বই pdf download
কেন পারেনি তাতারি আগের মতাে প্রাণ খুলে হাসতে ? অঢেল ধন – সম্পদ দেয়া সত্বে তাতারির হাসি শুনতে পাননি খলিফা।তাই ক্রুদ্ধ খলিফার নির্দেশে চাবুকের আঘাত তাতারির কালাে চামড়া ফালি ফালি হয়েছে , রক্তাক্ত হয়েছে । কিন্তু হাসি ফিরে আসেনি।কেন তাতারি হাসতে পারে না ? খলিফার সভাকবি ইসহাক বলেন যে হেকমী দাওয়াই তৈরি করতে যেমন অনেক উপাদান ।
প্রয়ােজন হয়।তেমনি হাসির জন্য বহু অনুপান দরকার।হাসিও একটা জিনিস।হাসি তৈরি হয় নানা জিনিস দিয়ে খাওয়া লাগে , পড়া লাগে , আরাম লাগে , শিক্ষা লাগে , আরাে বহু কিছু । তাই তার একটা উপাদানের যদি অভাব ঘটে , তখন আর হাসি তৈরি হবে না।তাতারি ক্ষেত্রে ও কোন না কোন উপাদানের অভাব ঘটেছে তাই সে আর হাসতে পারছে না। কি সেই উপাদান ?
Also link: দেয়াল – হুমায়ূন আহমেদ বই pdf download
সেটা নাহয় পড়ার পরই জানবেন । # পাঠ প্রতিক্রিয়া ক্রীতদাসের হাসি বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত একটি উপন্যাস । ১৯৬২ সালে তিনি এ উপন্যাসটি রচনা করেন । উপন্যাসটি চমৎকার ! কিন্তু এটা সঠিক উপন্যাস না নাটক এ নিয়ে বড় খটকা জাগে । তবে এটা দুইয়েরই সংমিশ্রণ । কাহিনীটি ঐতিহাসিক মােড়কে হলে এর সাথে প্রকৃত ইতিহাসের কোন সংযােগ নেই।
পড়ে ভালই লাগছে । আশা করি আপনাদেরও ভাল লাগবে । উপন্যাস এর শেষে তাতারি যে খলিফার উদ্দেশ্যে কিছু কথা বলে ওঠে সেগুলাে ” দিরহাম দৌলত দিযে ক্রীতদাস কেনা যায় । বান্দি কেনা সম্ভব । কিন্তু – কিন্তু ক্রীতদাসের হাসি না – না – না । … হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি ” এই কথা গুলাে উপন্যাস এর অনেক দূর্বলতা ছাড়ায়ে গেছে ।
Download now kreetadaser hasi book by Shawkat Osman pdf
or Link