ma book by Anisul Haque pdf download from freeBDpdf.
মা বইয়ের বিবরনঃ pdf download
বইঃ মা বই pdf
লেখকঃ আনিসুল হক বই pdf
প্রকাশনীঃ সময় প্রকাশন এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ মুক্তিযুদ্ধের উপন্যাস বই pdf
আনিসুল হক এর বই pdf download

মা বইয়ের রিভিউঃ pdf download
দূর্দান্ত একটা বই । একজন মা কতটা আদর্শনিষ্ঠ চরিত্রবান হতে পারে এই বইটা তার শ্রেষ্ঠ প্রমান । লেখক আনিসুল হক খুব সুন্দরভাবে কাহিনীগুলাে লিখেছেন । আমার কাছে বেশি আশ্চয্য লেগেছে শহীদ আজাদের মায়ের মৃত্যুর ব্যাপারটা , পুরােপুরি আলৌকিত । দাফনের সময় আকাশ থেকে বৃষ্টি , বাতাসে মৃদ্যু সুগন্ধ । ছেলের প্রতি যার এমন ভালােবাসা , যে সাড়াজীবন এতটা দুঃখকষ্ট সয়েছেন ; তার জন্য এমনটা হওয়া স্বাভাবিক । সবাইকে পড়ার জন্য অনুরােধ রইলাে ।
এই বই একজন আদর্শবান ব্যক্তিত্বসম্পন্ন মা কে নিয়ে লেখা । লিখেছন প্রিয় লেখক আনিসুল হক।বইটিতে রয়েছে শত আঘাতের পরও মাথা উচু করে বেচে থাকা হার না মানা এক মায়ের গল্প । সেই মা শহীদ আজাদের মা সাফিয়া বেগম । আজাদ ছিলাে তার বাবা – মায়ের একমাত্র সন্তান । এটি একটি বাস্তব ঘটনাভিত্তিক উপন্যাস । বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযােদ্ধা শহীদ আজাদ ।
Link: পিছুটান -ইতি চৌধুরী pdf download
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলাের মধ্যে মা উপন্যাসটি অন্যতম । আজাদের বাবা ইউনুস চৌধুরীর ছিলেন একজন ইন্জিনিয়ার এবং ঢাকার প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম । কিন্তু সাফিয়ার সংসারে কালাে মেঘ নেমে আসে ইউনুস চৌধুরীর দ্বিতীয় বিবাহের কারনে । আত্মমর্যাদাসম্পন্ন সাফিয়া বেগম কিছুতেই স্বামীর দ্বিতীয় বিয়েকে মেনে নিতে পারেননি ।
তাই এসব কিছু ছেড়ে আজাদকে নিয়ে উঠলেন এক খুপড়ি ঘরে । সেই থেকে শুরু হলাে জীবনযুদ্ধ । অভাব – অনাটন , দুঃখ – দুর্দশায় কেটে গেল কয়েক বছর । হার মানেননি সাফিয়া বেগম।আশা ছিলাে , ছেলে আজাদ একদিন বড় হয়ে মায়ের দুঃখ ঘােচাবে । কিন্তু বিধি বাম ! যেসময় আজাদের পড়াশােনা শেষে চাকরি করার কথা ঠিক সেসময়ই শুরু হয় দেশে মুক্তিযুদ্ধ ।
Link: মায়াস্বর্গ বই pdf download
স্বাধীনতার ডাক দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে । দেশমাতৃকাকে রক্ষা করতে সব বন্ধুদের সাথে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়লেন আজাদও । সহসী জননী সাফিয়া বেগম তাকে বাধা দেন নাই বরং উৎসাহ দিয়ে বলেছিলেন , ” আমি কী তােকে শুধু আমার জন্যই মানুষ করেছি । এদেশটাও তাের মা । যা দেশটাকে স্বাধীন করে আয় ।
মায়ের আশীর্বাদ নিয়ে আজাদ গেলেন মুক্তিযুদ্ধে । ঢাকার ক্র্যাক প্লাটুনের একজন গেরিলা যােদ্ধা ছিলেন আজাদ । মুক্তিযুদ্ধের মাঝখানে আগস্ট মাসে রাজাকারদের হাতে ধরা পড়লেন তিনি । হানাদাররা তথ্য জানার জন্য অকথ্য নির্যাতন করত । নির্মম অত্যাচারের মুখেও আজাদ কিছু বলেননি৷ আজাদের মা তাকে অভয় ও সান্তনা দিয়ে বলেছিলেন , ” কালকে আমি ভাত নিয়ে আসবাে । ” কথামতাে ভাত নিয়ে গিয়েছিলেন তিনি । কিন্তু আজাদ চলে গিয়েছিল না ফেরাদের দেশে ।
Also link: অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান বই pdf download
আর কখনােই তিনি আজাদকে খুঁজে পাননি । তারপর ১৪ বছর বেঁচে ছিলেন সাফিয়া বেগম । প্রতীক্ষায় ছিলেন তার ছেলের ফিরে আসার জন্য । কিন্তু আজাদ আর ফেরেননি । আজাদের শােকে স্বাধীনতার পর যে ক’বছর বেঁচে ছিলেন আর কখনও তিনি ভাত খাননি , সবসময় মাটিতে শুতেন মাদুর বিছিয়ে । কারণ তার ছেলে মৃত্যুর আগে জেলে মাদুরে শুতেন ।
১৯৮৫ সালের ৩০ শে আগস্ট তিনি পরলােক গমন করেন । এই কাহিনীকে কেন্দ্র করে আনিসুল হক রচনা করেন তার বিখ্যাত উপন্যাস ‘ মা ‘ । প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অনেকগুলাে মুদ্রণ হয়েছে । দেশ – বিদেশে অনেক প্রশংসিত হয়েছে । পাঠ প্রতিক্রিয়া : বাস্তব কাহিনী নিয়ে লেখা একটি বই । খুব বেশি কিছু বলার নেই । তবে এই বই পড়ে চোখের কোন ভিজবে না তা হতে পারে না ।
নিজের অজান্তেই চোখের কোণ ভিজে যায়।শহীদ আজাদের মায়ের আত্মবিশ্বাস আর সাহস সত্যিই প্রশংসনীয় । তা হলে নিজের কষ্ট করে মানুষ করা ছেলেকে দেশের জন্য উৎসর্গ কয়জন মা করতে পারে ? অসম্ভব সুন্দর একটি বই । ভীষণ প্রিয় বই । বইটি থেকে মুক্তিযুদ্ধের সময় একজন সাহসী জননীর সহসী সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন ।
Download now ma book by Anisul Haque pdf
আরও ডাউনলোড করুন কারাগারের রোজনামচা বই pdf link