মহাযাত্রা- মৌরি মরিয়ম বই pdf download | Mauri mariyama pdf

mohajatra book by Mauri mariyama pdf download from freeBDpdf.

মহাযাত্রা বইয়ের বিবরনঃ pdf download

বইঃ মহাযাত্রা বই pdf

লেখকঃ মৌরি মরিয়ম বই pdf

প্রকাশনীঃ অধ্যয়ন এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ সমকালীন উপন্যাস বই pdf

মৌরি মরিয়ম এর বই pdf download

pdf download

মহাযাত্রা বইয়ের রিভিউঃ pdf download

এক কথায় দারুণ একটা উপন্যাস । সমাজ বাস্তবতায় লেখা উপন্যাস । নিভু নিভু প্রদীপশিখার জ্বলে ওঠা , ভেঙে গুঁড়িয়ে যাওয়ার পর নবসৃষ্টির গল্প ‘ মহাযাত্রা ‘ । যা ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখির মতাে এক নারীর জেগে ওঠার গল্প । বাস্তবতার নিকষ আঁধারে দাঁড়িয়ে এক নারী দেখেছে জীবনকে অনুভব করেছে ।

নতুন ভাবে উপলব্ধি করেছে , জটিল ও বন্ধুর দীর্ঘ এক যাত্রাপথের নাম জীবন । অতঃপর নিজেকে নির্মাণে ব্রতী হয়েছে সে । নির্মাণের এ পথটি কুসুমাস্তীর্ণ তাে নয়ই , বরং কণ্টকাকীর্ণ । পথের বাঁকে বাঁকে সংগ্রাম , ত্যাগ ও তিতিক্ষা । কোনাে ছায়াবৃক্ষ নেই এ পথে । হাজারাে পথিক , অথচ একান্ত সঙ্গী নেই কেউ । জীবনপথের এ যাত্রাই ‘ মহাযাত্রা ‘ । চমৎকার একটি উপন্যাস ।

Link: আমারে দেব না ভুলিতে বই pdf download

কোথেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না ।। বইটা পড়ার আগে যদিও কিছুটা জানতাম সবার রিভিউ দেখে যে কি হতে যাচ্ছে কিন্তু বই পড়ার পর মনে হচ্ছে আসলে জানার বাকি ছিল অনেক কিছু ।। বুঝারও বাকি ছিল অনেক কিছু ।। আমার মনে হয়না মহাযাত্রা শুধুমাত্র একজন কিশােরীর পড়া উচিত । বরং প্রতিটা বাবা মায়ের পড়া উচিত প্রতিটা ভাই বােনের পড়া উচিত । যাতে আর কোন পুরুষ নিঝর হওয়ার আগে একবার ভাবে কিংবা আর কোন প্রানাে অন্ধবিশ্বাস করার আগে দশবার ভাবে ।।

উঠতি কিশাের কিশােরীদের সাথে বাবা মায়ের সম্পর্কে দূরত্ব থেকে গেলে সেখানে কোন মানুষরূপী জানােয়ার খুব সহজেই দখল নেয় , একটা নিস্পাপ আর কিছুটা বােকা প্রানােদের জীবনটা শেষ করে দেয় । এই নিদারুন দৃশ্য মহাযাত্রায় পড়তে যতটা ভয় যতটা অসহায় লাগবে বাস্তবে তার থেকেও অনেক বেশি বিভীষণ ।।। এই ভয় আর অসহায়ত্বের দৃশ্যগুলাে যেন বিভীষণের ফাদে পা দেবার আগে প্রত্যেকটা মেয়ের মস্তিষ্কে ভেসে উঠে ৷৷ সে যেই হােক যেখানেই থাকুক ।।

Link: আসমান বই pdf download

কিন্তু যদি দুর্ভাগ্যবশত অঘটন ঘটেই যায় ? যদি সত্যিই কারাে জীবন নিঝরের আক্রমনে তছনছ হয়ে যায় ?? তারমানে কি সব শেষ ? তার মানে কি নতুন করে কিছু সম্ভব না ? অবশ্যই সম্ভব ।। শূন্য হাতে ধ্বংসস্থূপের মাঝে দাঁড়িয়েও নতুন করে স্বপ্ন দেখা সম্ভব , আরাে ভাল কিছু করা সম্ভব , কারন জীবনটা নিঝরের না জীবনটা তােমার ।। তােমার জীবনের মূল্য তােমাকেই দিতে হবে অন্য কারাে হাত দিয়ে না ।।

তুমি নারী তুমি ধন্য তুমি বাঁচবে নিজের জন্য তােমাকে মাথায় রাখতেই হবে তােমার জীবনপ্রদীপ কেড়ে নেয়ার অধিকার স্রষ্টা ছাড়া কারাে নাই ।। আর তাই যতক্ষণ তুমি জীবিত তােমাকে নিজের সুখটা খুঁজে নিতে হবে । নির্বরদের শাস্তি হবে কি হবে না সেটা আমার মাথা ব্যাথা নয় আমার । মাথা ব্যাথা এটাই যেন প্রানােরা নিঝরদের হাতে ধ্বংস না হয় কিংবা ধ্বংস হলেও ধ্বংসস্তুপের মাঝে ফিনিক্স পাখির মত জেগে উঠে । আমি বিশ্বাস করি প্রত্যেকটা মেয়ের ভিতর সৃষ্টিকর্তা একটা ফিনিক্স পাখির অস্তিত্ব দিয়ে রেখেছেন ।

Link: শেষ বই জুনায়েদ ইভান বই pdf download

সেটা মুমতাহিনা হােক কিংবা শুভ্রা হােক কিংবা হােক প্রানাে ।। আমার খুব আফসােস হচ্ছিল মুমতাহিনার সাথে তার ছেলেমেয়েদের সম্পর্ক আর শারমিনের সাথে তার ছেলেমেয়েদের সম্পর্কের তফাৎ দেখে ।। ” শুধু শুধু নিজেকে দোষ দিস না । তাের বাবা বলেছে নিঝর খারাপ । কি কারনে খারাপ , কি করতাে সেসব বলেছে ? হয়তাে কিভাবে এসব নােংরা কথা মেয়েকে বলবে ভেবে বলেনি । কিন্তু বলা উচিত ছিল । ভেঙে বললে তুই হয়তাে বুঝতে পরিতি ।

সব সময় বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই । বাচ্চাদের সাথে বন্ধুর মত মিশলে আর কোন সমস্যাই হয়না । আমার সন্ধি হৃদ্ধিতাে যাই করে এসে আমাকে বলে । আমাদের মধ্যে কোন লজ্জা নেই । আমরা সব শেয়ার করি , এজন্যই আমার ছেলেমেয়েরা ভুল করে না । ছেলেমেয়ে বড় হতে হতেই লজ্জাসংকোচ বিসর্জন দিয়ে ওদের বুঝিয়েছি কোনটা ভুল আর কোনটা ঠিক ” -মুমতাহিনা তিনি নিজেও প্রাপ্তবয়স্ক এক ছেলে সন্তান আর এক কন্যার জননী ।।

Also link: তোমার নামে সন্ধ্যা নামে বই pdf download

তার সন্তান আর প্রানাের মধ্যে তফাৎ কি আসলে ? তফাৎ বেড়ে ওঠার পরিবেশের ।। আর কিছুই না ।। এখন সব জেনে শুনেও ভাল পরিবেশ পেয়েও যদি কেউ গর্তে পা দিয়ে ফেলে তাে তার জন্য আফসােস করার জায়গা নাই আফসােস তার পরিবারের জন্য ।। যাদের চেষ্টার মূল্য সে দেয়নি । সবশেষে নিঝরদের উদ্দেশ্যে বলতে চাই প্রানাের সেই প্রাইসলেস উক্তিটা ” পৃথিবীটা গােল এবং জীবনটা চক্রের মতাে ” এবং অবশ্যই প্রকৃতির প্রতিশােধ আপনার কর্মের চেয়েও অসংখ গুন্ ভয়াবহ তুমি নারী তুমি ধন্য । তুমি বাঁচবে নিজের জন্য তুমিই শেষ হাসি হাসবে তােমার মহাযাত্রায় ৷

Download now mohajatra book by Mauri mariyama pdf

Download

EBOOk DOWNLOAD