moner moto mon book by Samresh Majumdar pdf download from freeBDpdf.
মনের মতো মন বইয়ের বিবরনঃ pdf download
বইঃ মনের মতো মন বই pdf
লেখকঃ সমরেশ মজুমদার বই pdf
প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স (ভারত) এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)
ক্যাটাগরিঃ রোমান্টিক উপন্যাস বই pdf
সমরেশ মজুমদার এর বই pdf

মনের মতো মন বইয়ের রিভিউঃ pdf download
রােমান্টিসিজম বলতে আপনি কি বুঝেন ? আবেগমথিত অভিব্যক্তি দিয়ে বইয়ের পাতার পর পাতা ভরে রাখা হবে , তাই ? তাহলে আপনার মতে ভালােবাসা জিনিসটার উৎপত্তি কোথায় ? কারাে মন ছুঁয়ে যাবার আগে তার প্রতি শারীরিক মােহ কাজ করে ? দুঃখিত , তবে ব্যপারটা আর যাই হােক , ভালােবাসা মােটেও নয় । অর্থনীতির ভাষায় একটা কথা আছে , অপরচুনিটি কস্ট । একটি প্রিয় জিনিস পেতে আরেকটি প্রিয় জিনিসের ত্যাগ করা । বাস্তব জীবনে এই ফর্মুলা এপ্লাই করলে সম্পর্কের টানাপােড়েন কতটা সুন্দর হতে পারে ! ভূমিকা না করে মূল কাহিনীতে চলে আসি ।
স্বপ্নাশীষ , আপাদমস্তক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচন্ড স্বপ্ন বুকে লালনকারী মধ্যবিত্ত এক যুবক । পিতা ও ভায়ের সঙ্গে তার সংসার । মা ছােটবয়সে মারা যাবার কারণে কাজের মাসী কেলাের মা ছাড়া অন্য কোন নারীর ছায়া মাড়ায়নি কখনাে । হরিমাধবদার কাছে প্রশিক্ষণ নেয়া এই কড়া শাসনে বড় হওয়া স্বপ্নাশীষই তার ধ্যানজ্ঞান সব ক্রিকেটেই সীমাবদ্ধ রেখেছিলাে ।
Link: গাব্বু বই pdf download
কিন্তু বিপত্তি ঘটলাে অন্যভাবেই ! শ্যামনগরে একটি খেপ খেলতে গিয়ে ঘটনাচক্রে স্বপ্নের দেখা হয় আহিরের সঙ্গে । ঠিক সেইই প্রথম দেখায়ই যেন উইকেটের আশায় দৌড়ানাে স্বপ্নের মনকে একটু ভাবায় সংসার জীবনে থিতু হয়ে বসতে । কিন্তু যে বাসায় অন্য মেয়েদের ছায়াও নিষিদ্ধ সেই বাসায় আবার বিয়ে – থা ! তাছাড়া প্রেমই বা কিভাবে হবে ? দুদন্ড মাঝেমাঝে দুপলক দেখা হলেই কি ভালােবাসার জন্য যথেষ্ট ? সবার জন্যে না হলেও কারাে কারাে জন্যে , অন্তত তাদের বেলায় ।
স্বপ্ন বুঝতে পারে যে আহিরের সঙ্গে সে কিভাবে যেন নিজেকে বেঁধে ফেলেছে । এই কাঠখােট্টা ছেলেটাকে আহির কবিতা পড়তে শিখিয়েছে । অনুভূতির বােধ গভীর না হলে কবিতার ভাষা যে কারাে বােধগম্য নয় । তাকে এখানে সেঞ্চুরি না করলে চলবে না । আহিরকে স্বপ্ন পায় , হ্যাঁ , ঠিক পায় । অনেক বিপত্তি পার করে আহিরকে সে অর্জন করে নেয় , যেভাবে সে ম্যাচে একটির পর একটি ছয় মেরে ইনিংসে দৌড়াচ্ছিলাে ।
Also link: শেষ বই জুনাইদ ইভান pdf download
তার প্রেমের এই প্রতিমা কি করে তার অনুপ্রেরণা হয়ে গেল সে জানে না । কিন্তু জীবন কঠিন , যতটা কঠিন ভাবা হয় তারচেয়েও । প্রকৃতি সব সুখ একসঙ্গে কাউকে দেয় না । দিলেও নিয়ে নেবার কারসাজি করে যায় । অথবা রেখে যায় খুব কঠিন পরীক্ষাবিদ্ধ করে । আহিরকে পেয়েও না পাওয়ার অনিশ্চয়তা থেকে বের হবার এই খেলাও ক্রিকেট থেকে ব্যতিক্রম নয় ! কিসের খেলা এটা ? হার – জিত , প্রাপ্তি – অপ্রাপ্তির ? স্বপ্ন জানেনা সেটা , সে শুধু জানে এই ইনিংসের খেলায় তার জিতা চাই !
এই বই পড়ে স্বপ্নকে অনেকেই তার স্বপ্নে ধারণ করবে বিশুদ্ধ এবং মােহবিহীন ভালােবাসার ধারক হিসেবে । পাতাভর্তি প্রেমরস ঢেলে না দিয়েও কি একটি প্রেমময় আখ্যান লিখে দেয়া যায় ? কি করলাে এটা সমরেশবাবু ! মনের অভিব্যক্তিটা এমনভাবে লিখে দিলাে .. মনেহলাে এরচে শুদ্ধ করে যেন ভালােবাসার বয়ান করা যায়না । আমি মুগ্ধ । বইটি পড়ে একটা সুন্দর রাতের কয়েক ঘন্টা ব্যায় করা স্বার্থক ।