niyan book by Muhammad Zafar Iqbal pdf download from freeBDpdf.
নিয়ান বইয়ের বিবরনঃ pdf download
বইঃ নিয়ান বই pdf
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল বই pdf
প্রকাশনীঃ তাম্রলিপি এর বই
ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)
ক্যাটাগরিঃ সায়েন্স ফিকশন বই pdf
মুহম্মদ জাফর ইকবাল এর বই pdf download

নিয়ান বইয়ের রিভিউঃ pdf download
এই বইটি মুহাম্মদ জাফর ইকবালের লেখা একটি বই । এই বইটির নাম নিয়ান । এই বইটির ধরন সাইন্স ফিকশন । আমি জাফর ইকবালের অনেকগুলাে বই পড়েছি , তার সায়েন্স ফিকশন বই গুলাের মধ্যে এই বইটি অন্যতম । মনিকা একদৃষ্টিতে নিয়ানের দিকে তাকিয়ে রইল । গায়ের রং ককেশিয়ান দের মতাে ধবধবে সাদা । মাথায় সােনালী চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে ।
একটা পশুর চামড়া তার কোমর থেকে ঝুলছে । উপরে কিছু নেই , খালি গা । সুঠাম পেশী বহুল দেহ । উঁচু কপাল এবং খাড়া নাক । লম্বাটে মুখ শক্ত চোয়াল । এই হল নিয়ানের পরিচয় । রিয়াজ তার চেয়ারে হেলান দিয়ে হাতের কাগজটার দিকে তাকিয়ে ছিল , তখন । দরজায় একটা শব্দ শুনতে পেল । মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে মেইল ডেলিভারি দেওয়ার মেয়েটির হাতে একটা কার্ডবাের্ডের বক্স নিয়ে দাঁড়িয়ে আছে । রিয়াজের দিকে তাকিয়ে মিটি হাসি মুখে বলে , ডঃ পিয়াস তােমার জন্যই এইটা এসেছে ।
Link: শূন্য বই pdf download
রিয়াজ তার চেয়ার থেকে প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়ালাে বলল এসেছে আমি ক’দিন থেকে এটার জন্য অপেক্ষা করছি । মেয়েটা বাক্সটা রিয়াজের টেবিলে রেখে । বলল কি আছে ভিতরে খুব দামি জিনিস নিশ্চয়ই । এটার জন্য ইস্যুরেন্স করেছ । 200.000 ডলার রিয়াজ হাসলাে বললাে কি আছে ভিতরে দেখতে চাও । মেয়েটা কৌতূহলী চোখে তাকাল দেখাবে আমাকে । কেন দেখাবাে না দুই মিনিট অপেক্ষা করাে । পকেট থেকে তার সুইস আর্মি নাইফ বের করে কার্ডবাের্ডের বাক্সের চারপাশের টা কেটে ভিতরে একটা প্যাকেট বের করে ।
সেটা টেবিলে রেখে খুব সাবধানে করতে থাকে।ভেতর থেকে আরেকটা প্লাস্টিকে মােড়ানাে প্যাকেট বের হলাে।সেটা খােলার আগে রিয়াজ ড্রয়ার থেকে দুটো রাবারের বের করে হাতে পড়ে নেয়।তারপর সাবধানে প্লাস্টিকে মােড়ানাে প্যাকেটটা খুলে সেখান থেকে এক টুকরা হাড় বের করে আনে । কোন একজন মানুষের চোয়ালের হাড় , কয়েকটা দাত এখানে লেগে আছে । মেয়েটা অবাক হয়ে বলল এইটা এত মূল্যবান জিনিস । আসল জিনিস হলে আরও বেশি দামি হতে পারে এটা হচ্ছে । এটা কার মুখের হাড় । একজন নিয়ানডারথাল মানুষের ।
Link: দ্য নিউ ওয়ার্ল্ড বই pdf download
সেটা আবার কি জিনিস কি রকম মানুষ । আমরা হচ্ছি হােমাে সেপিয়েন্স । আমরা 40 বছর আগে নিয়ান ডারথাল মানুষদের মেরে শেষ করেছি । যদি তাদের মেরে শেষ না করতাম তাহলে এখন পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকতাে আমরা আর তারা । কি আজব মেয়ে টি বলল । রিয়াজ মাথা নাড়লাে বলল হ্যাঁ খুবই আজব । মেয়েটা তখন তার পকেট থেকে একটা কাগজ বের করে রিয়াজের দিকে এগিয়ে দিয়ে বলল নাও এখানে সাইন করাে । লিখাে তুমি 200 হাজার ডলার দামের জিনিসটা ঠিক ভাবে বুঝে পেয়েছ আমাকে । উদ্ধার করাে ।
রিয়াজ কাগজে সাইন করে সেটা ফিরিয়ে দিয়ে বলল থ্যাংক ইউ এলসা । ইউ আর ভেরি ওয়েল কাম ডক্টর বলে মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল । রিয়াস নিয়ান ডারথাল বালিকার চোয়ালের হাড় টিটেবিলের উপর রেখে সেটার । দিকে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকে দাঁতের গঠন দেখে মেয়েটার বয়স অনুমান করা যায় , তার বয়স ছিল 16 কিংবা 17। তার নিজের মেয়ের সমান ।
Also link: মহিষমতি সমীকরন বই pdf download
নিয়ান ডারথাল মেয়েটির পুরাে হাড়টুকু পাওয়া যায়নি , যেটুকু পাওয়া গেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন । মেথি স্বাভাবিক মৃত্যু হয়নি কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে । কে জানে তার পূর্বপুরুষ কোন এক হােমাে সেপিয়েন্স কিশােরীকে হত্যা করেছিল কিনা । তখন তার টেলিফোনটা বেজে উঠলাে । রিয়াজ একটু চমকে গিয়ে ভাবল আজ কালকে কেউ ফোন করে না । টেলিফোনে একটা মেসেজ পাঠায় । যদিও বা কেউ টেলিফোন করে সে কি করে আলপনা অফিসের ল্যান্ডফোনে যখন রিয়াজ কথাটি মনে করতে পারেনা ।
সে টেলিফোন তুলে কানে দিয়ে বলল হ্যালাে । অন্য পাশ থেকে একজন মহিলার গলা শােনা গেল রিয়াজ । কথা বলছি । অন্য পাশের মহিলাকে সাথে সাথে উত্তর দিল না । অনুমান করে বলতাে এটা ভালাে লক্ষণ না । শেষ পর্যন্ত কি রিয়াজ নিয়ানের বিষয়টি সঠিকভাবে জানতে পেরেছিল । কিনা এই সম্পর্কে জানতে পারি । এবং রহস্যজনক নিয়ান সম্পর্কে জানতে পারি । এই বইটির জন্য মুহম্মদ জাফর ইকবালকে ধন্যবাদ ।।
Download now niyan book by Muhammad Zafar Iqbal pdf
Download
আরও ডাউনলোড করুন ডার্ক ম্যাটার বই pdf link