nobi jiboner golpo book by Arif Azad pdf download from freeBDpdf.
নবি জীবনের গল্প বইয়ের বিবরনঃ pdf download
বইঃ নবি জীবনের গল্প বই pdf
লেখকঃ আরিফ আজাদ বই pdf
প্রকাশনীঃ সমকালীন প্রকাশন এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ সীরাতে রাসুল ﷺ বই pdf
আরিফ আজাদ এর বই pdf download

নবি জীবনের গল্প বইয়ের রিভিউঃ pdf download
আরিফ আজাদ ভাই খুব ভালাে একজন লেখক । তার বই যে ভালাে হবে তা আগেই অনুমান করছিলাম । পড়ার পড়ে আরাে ভালাে লাগলাে । নবী করিম ( সাঃ ) এর সীরাতটি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন । নবী করিম ( সাঃ ) এর আর্দশ , ইমান , সম্মান আজীবন থাকবে গােটা মানবজাতির মধ্যে । সামান্য কিছু নাস্তিক আমাদের রাসূলের ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে তার অসম্মান করেতে চায় তার অপমান করতে চায় কিন্তু তারা জানে এর পরিণতি কি ??? রাসূল ( সাঃ ) সবার জীবনের আদর্শ হােক । আরিফ আজাদ ভাই তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আলহামদুলিল্লাহ ।
কিছু দিন আগে বাকস্বাধীনতার দোহায় দিয়ে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফ্রান্স সরকারের কৃত বিদ্রুপের বিরুদ্ধে পুরাে উম্মাহ প্রতিবাদে সােচ্চার হয়েছিল । লেখক ‘ আরিফ আজাদকে তার পক্ষ হতে প্রতিবাদ সম্পর্কে । জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেছিলেন , নবিজীর সুন্নাহ্ ও জীবনাদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেয়া ও নিজেদের জীবনে ধারণ করাটাই হবে শ্রেষ্ঠ পন্থায় প্রতিবাদ ।
Link: রাসূলুল্লাহ (সা.) এর সকাল সন্ধ্যার দু’আ ও যিকর বই pdf download
তিনি নবিজীর জীবনাদর্শ নিয়ে বই লিখছেন বলেও জানিয়েছেন । তখন থেকেই বইটি পড়ার জন্য ব্যাকুল হয়ে ছিলাম । এটি পূর্ণাঙ্গ কোনাে সীরাহ নয় । বইটিতে নবিজীর সীরাহ থেকে এমন কিছু ঘটনাবলী চয়ন করা হয়েছে যেগুলাে মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত করে দেয়া যায়।যেহেতু সীরাহগ্রন্থের খন্ডবিশেষ লেখক নিজের মত করে তুলে ধরেছেন সেহেতু অধ্যায়গুলােতে গল্পের গন্ধ আঁচ করা যায় । আর গল্পে গল্পে নবিজীবনী পড়া ও জানা বেশ সুখকর । এদিক দিয়ে দেখতে গেলে লেখকের লিখবার পিছনের উদ্দেশ্যও হাসিল হয়ে যায়
বইটিকে মােট ২১ টি নবি – জীবনের গল্প দিয়ে সাজানাে হয়েছে । সর্বজন উপেক্ষিত সাহাবী জুলাইবিব রাযিয়াল্লাহু আনহুর প্রতি নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসামান্য ভালােবাসা ছিল সকল ভেদাভেদর ঊর্ধ্বে মানুষের প্রতি মানুষের ভালােবাসার এক অনবদ্য উদাহরণ । হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহ প্রদত্ত স্বীকৃতি আল্লাহর রাসুল ‘ শব্দদ্বয় কেটে দিতে নবিজী কুণ্ঠাবােধ করেননি শুধুমাত্র পরবর্তীতে ইসলামের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে ।
Link: যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির বই pdf download
যুদ্ধে মােড় নেওয়া পরিস্থিতিকে শান্তিচুক্তিতে রূপান্তর করেছিলেন । স্ত্রীর পরামর্শকে প্রাধান্য দিয়ে হতাশগ্রস্থ সাহাবীদের পুনঃজাগ্রত করেছিলেন । এতে করে পাওয়া যায় একজন দূরদর্শী নেতার বর্ণনা । কাবার চাবি চাইতে গিয়ে অপমানিত অপদস্ত হয়েছিলেন কিন্তু মক্কা বিজয়ের পর সেই কাবার চাবি যখন নিজের হাতে পেলেন তখন আল্লাহর আদেশে সেটি পূর্বের আমানতদারের কাছে ফেরত দিতে দ্বিধা করেননি । শত্রুকে বন্ধু বানানাের সামান্য সুযােগও হাত ছাড়া করেননি ।
ভালােবাসা পেতে হলে যে ভালােবাসা বিলাতে হয় তার বর্ণনা পাওয়া যায় এরূপ আচরণ থেকে । আল্লাহ নবিজীর উপর অগণিত দায়িত্ব আরােপ করেছিলেন । ব্যক্তিজীবন ও রাষ্ট্রজীবনের সকল দায়িত্ব পালন করতে করতেই হিমশিম খাওয়ার কথা । কিন্তু এত এত ব্যস্ততা সত্বেও নবিজী ঠিকই তার স্ত্রীদের খেয়াল রাখতেন । তাদের অধিকার সম্পর্কে ছিলেন সচেতন । তিনিই তাে আমাদের শিক্ষা দিয়েছিলেন , দায়িত্ব শুরু হয় ঘর থেকেই । দ্বীনের পথে অটল ছিলেন ।
Link: জীবন যেখানে যেমন – আরিফ আজাদ বই pdf download
এমন দৃঢ়তা ও সাহসের জন্যে চাচা আবু তালিবের সমর্থন পেয়েছিলেন । কারও অধিকার খর্ব হতে দেননি । ভিনদেশী বেদুঈনের হয়ে অধিকার আদায়ের জন্য শত্রুর মুখােমুখি হতে বিচলিত হননি । ইসলামের ঘাের শত্রুদেরও মন জয় করে নিয়েছেন নৃশংস সব অতীত ভুলে গিয়ে , ক্ষমা আর সহানুভূতির মাধ্যমে । সময়ের পালাক্রমে কেউ কেউ নবীজিকে সবকিছুর ঊর্ধ্বে ঘােষণা করে বসেছিলেন ।
সে সুযােগ নবিজী লুফে নেননি । তিনি সত্য তুলে ধরেছিলেন । ষড়যন্ত্রের মােকাবেলা করেছিলেন , সংকট নিরসন করেছিলেন সুকৌশলে , তার গৃহীত সিদ্ধান্ত ও অর্জিত সাফল্য ইতিহাসের পাতায় খচিত হয়েছে স্বর্ণাক্ষরে । উম্মাহর মধ্যে বিদ্যমান সকল বিভ্রান্তি মুছে দিয়েছিলেন । কিভাবে অপমানের জবাবে চড়াও না হয়ে চুপ থাকতে হয় , ধৈৰ্য্য ধরতে হয় , নবিজী শিক্ষা দিয়েছেন সাহাবীদের ।
Link: জবাব- আরিফ আজাদ বই pdf download
আদরের কন্যাকে নবিজী শিখিয়ে দিয়েছিলেন কিভাবে পার্থিব সুখ শান্তির উপরে আখিরাতকে অধিক গুরুত্ব দিতে হয় । শিখিয়েছেন সবচেয়ে মূল্যবান আমল । প্রিয়তম স্ত্রীর শােকে কাতর হয়েছেন । নিজের খাবার বিলিয়ে দিয়ে অভুক্ত থাকতেন । মেহমানদের সমাদর করতেন । আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতেন । নবিজী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যখন এ ধরনীতে পা রেখেছিলেন কতই না অন্ধকারাচ্ছন্ন ছিল সে সময় ।
যুগ ও মনুষ্যজাতিকে সংশােধন করতে গিয়ে কত ত্যাগস্বীকার করতে হয়েছিল । কিন্তু আফসােস ! এই বিশুদ্ধ জীবনাদর্শ সম্পর্কে কোনাে ধারণাই নেই এমন লােকও পৃথিবীতে বিরাজমান রয়েছে । হতে পারে । অজ্ঞতা অথবা নিজ স্বার্থের কারণে , কিছু লােক কিংবা জনগােষ্ঠী নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ঘিরে ব্যাঙ্গাত্মক আচরণে মেতে উঠে ।
Also link: প্যারাডক্সিক্যাল সাজিদ বই- আরিফ আজাদ pdf download
তবুও নবিজী হয়তাে এদেরকে অভিশাপ দিতেন না বরং এদের হিদায়াতের জন্য দোআ করতেন যেমনটি তিনি তায়েফবাসীদের জন্য করেছিলেন । নবীজিকে চিনলে , জানলে অথবা তার জীবনাদর্শকে নিজেদের জীবনে ধারণ করলে আজ হয়ত এমনটি আর হতাে না । বইটিতে উল্লেখিত ঘটনাগুলাে সীরাহগ্রন্থের অংশবিশেষ । কিন্তু সীরাহ পড়তে যারা অনাগ্রহী তাদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারলেই বইটি সার্থক । লেখকের লেখনীও সার্থক ।
Download now nobi jiboner golpo book by Arif Azad pdf
Download …coming ..soon