proshantir khoje book by Noman Ali Khan pdf download from freeBDpdf.
প্রশান্তির খোঁজে বইয়ের বিবরনঃ pdf download
বইঃ প্রশান্তির খোঁজে বই pdf
লেখকঃ নোমান আলী খান বই pdf
প্রকাশনীঃ বুকিশ পাবলিশার এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল (pdf)
ক্যাটাগরিঃ দাওয়াত, তাবলীগ, বক্তৃতা, আলোচনা ও ওয়াজ বই pdf
নোমান আলী খান এর বই pdf download

প্রশান্তির খোঁজে বইয়ের রিভিউঃ pdf download
“ প্রশান্তির খোঁজে ” বইটি খুবই সুন্দর একটি লেখা , আমার প্রিয় উস্তাদ নোমান আলী খান এর । উস্তাদ নোমান আলী খান এর যত লেকচার শুনি ও তার বই পড়ি ততই মুগ্ধ হয়ে যাই।বিশেষ করে প্রশান্তির খোঁজে এই বইটি সবার জন্য প্রয়োজনীয় একটি বই । উস্তাদ জীর বিশ্লেষণ খুবই বাস্তবিক বিশ্লেষণ।
বইটির ৩৬ পাতায় “ ইন্নাল্লাহ ইউহিব্বু ” শব্দের বিশ্লেষণ খুবই ভালো লেগেছে আমার।তারপর ৫১ পাতায় খলিফা হারুন অর রশিদ এর অযু নিয়ে একটি ফতোয়ার উদাহরণ দিয়েছেন যা বাস্তব । এটা আসলেই সবার চোখ খুলে দিবে।আমাদের ফরজ ঠিক রাখা যায় কিভাবে সেটা জানা যায় এখানে । উদাহরণ শেষে জানা যায় কারু মতামতে দ্বীমত হলে কিভাবে তার জবাব দেয়া যায় ভদ্রতার মাধম্যে ।
Link: আরজ আলী সমীপে বই pdf download
৬০ পাতায় আছে কিভাবে ইসলামের দাওয়াত দিতে হয় । ১০০ পাতায় আছে ধৈয ধরতে হয় কিভাবে ।১১৭ পাতায় আছে আমরা কেন ইবাদত করি , ১২১ পাতায় আছে আল্লাহর জন্য সুসজ্জিত হোন বিষয়ক লেখা যেখানে আছে কিভাবে সালাতে মনোযোগ ও খুশু বৃদ্ধি করা যায়।আমার খুব খুব মনে লেগেছে ১৬৯ পাতার “ ইসলাম ও আত্ম অহংকার ” ।
পড়তে পড়তে মনে হয় আমার কথাগুলোই লিখা আছে এতে । আমি অস্তির হয়ে যাচ্ছিলাম লেখা পড়তে পড়তে।বইটি পুরোটাই ভালো অসম্ভব সুন্দর । শুকরিয়া নোমান আলী খান বাংলাকে । বাংলা অনুবাদ করার জন্য । বইটি প্রকাশের সাথে জড়িত সকলকেই আল্লাহ যাযা দান করুন ও কবুল করুন । আমিন ।
Link: প্রত্যাবর্তন বই pdf download
খৃষ্টানদের জ্ঞান ছিলো কম , কম মাথা খাটাতো , কিন্তু আল্লাহর দিকে মন ভালোভাবে থাকতো ৷ তাদের পাদ্রীরা যা বলতো তাই মানত অন্ধভাবে , যাচাই না করে । এজন্য সূরা বাকারায় তাদের কথা বলার পর বারবার আল্লাহ আকল খাটাতে বলেছেন । কিন্তু তারা জ্ঞানের পথে চলতে চাইতো না । অন্ধভাবে পাদ্রীদের বিশ্বাস করতো । ইহুদিরা বেশি পণ্ডিতি করতে গিয়ে আধ্যাত্মিকতা , আল্লাহর সাথে সম্পর্ক হারিয়ে পথভ্রষ্ট হয়ে পড়ে ।
তাদের জ্ঞান ছিলো কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিলো না । এজন্য সূরা আলে – ইমরানে তাদেরকে আল্লাহর সম্পর্কের দিকে আগানোর তাকিদ দিয়েছেন আল্লাহ তায়ালা । কোথাও থামা দরকার , সেখানেও আল্লাহর চাইতে বাড়তে যেতো , সীমালংঘন করে বসতো । এভাবে তারাও পথভ্রষ্ট হয়ে পড়ে । সূরা ফাতিহায় এই দুটি বাজে গুণের কথা আসছে ।
Link: ফেরা- সিহীন্তা শরীফাহ বই pdf download
ফলে , মুসলিমরাও যদি ইহুদিদের মতো আধ্যাত্মিকতাহীন হয় , বা খৃষ্টানদের মতো অন্ধভাবে জ্ঞানহীন হয় , তবে তারাও পথভ্রষ্ট হবে । দরকার আধ্যাত্মিকতা ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সমন্বয় । এদেরকে বলে উলুল – আলবাব । যারা আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক উভয় দিকে সমন্বয় সাধন করে । সূরা আলে ইমরানের ১৯১ আয়াতে এটাই বলা হয়েছে । ইসলাম এই উভয় ধরণের সমষ্টি ।
কিন্তু কেউ যদি একটিতে মানতে যায় আর অন্যটিতে ছাড় দেয় তবে তারাও ইহুদি বা খৃষ্টানদের মতো পথভ্রষ্ট হয়ে পড়বে । অনেক সুফিদের আধ্যাত্মিকতা আছে কিন্তু জ্ঞান নেই । ফলে আধ্যাত্মিকতাও ভুল পথে চলতে থাকে । নিয়ত ভালো কিন্তু সেই ভালো নিয়ত ভালো পথে চলার জ্ঞান নেই । ফলে পথভ্রষ্টতা হয়ে পড়ে তারা । পীরদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হয় আমাদের দেশে ।
Link: নবী জিবনের গল্প বই pdf download
অনেকে আবার জ্ঞানী , ইসলামের বিভিন্ন কিতাবাদি নিয়ে কথা বলে , অনেক বড় বড় ভার্সিটি বা মাদ্রাসা থেকে ডিগ্রী নিয়েছেন । কিন্তু অন্যের সাথে আচার আচরণের আখলাক মৃত , কথাবার্তায় তীক্ততা থাকে জিহবায় খিটখিটে থাকে তাদের হৃদয় । এসব হয় আরেক দিক অনুপস্থিত বলে । এরা ইবাদাতের প্রশান্তি পায় না , আল্লাহর সাথে সম্পর্ক গভীরতার বিষয়ে ভাবে না , জিকরের মাধ্যমে প্রশান্তির কথা চিন্তা করে না ।
ফলে , প্রচন্ড জ্ঞানী হয়েও ইসলামের মৌলিকতা থেকে দূরে । ইসলাম আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্ক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সমন্বয়ে । আমাদের মুক্তির জন্য এ উভয় ধরণের জিনিস লাগবে । ফলে , যেসব আলেম বা দাঈরা এদুটো জিনিস দিয়ে আল্লাহর পথে না ডাকে , সেসব দাওয়াত , লেকচার বাস্তবতাহীন মনে হয় , সেদিকে কেউ আগ্রহ দেখায় না তেমন ।
Also link: ক্রীতদাসের হাসি বই pdf download
উস্তাদ নোমান আলী খানের আল্লাহর কালামের ব্যাখ্যায় এদুটোই হাজির থাকে । ফলে তরুণরা জীবন্ত হিসেবে পায় কুর’আনকে , ইসলামকে আজকের যুগে সেকেলে মনে হয় না । তিনি জীবন্ত ইসলাম নিয়ে কথা বলেন , আল্লাহর বাণীকে আজকের যুগের প্রাসংগিকতায় তুলে ধরেন আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক উভয় জ্ঞানের সমন্বয়ে । সেসব জীবন্ত কথামালা নিয়েই উস্তাদের বইটি আলহামদুলিল্লাহ ।