সেল মি দিস পেন- রাসেল এ কাউসার বই pdf download | pdf Library

sell me this pen book by Russell A. Kauser pdf download from freeBDpdf.

সেল মি দিস পেন বইয়ের বিবরনঃ pdf download

বইঃ সেল মি দিস পেন বই pdf

লেখকঃ রাসেল এ কাউসার বই pdf

প্রকাশনীঃ অন্বেষা প্রকাশন এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ ক্যারিয়ার উন্নয়ন বই pdf

রাসেল এ কাউসার এর বই pdf download

সেল মি দিস পেন বইয়ের রিভিউঃ pdf download

রাসেল এ কাউসার ভাইয়া ” সেল মি দিস পেন ” বইটিতে প্রায় ৫৬ টি আত্মউন্নয়নমূলক টপিক নিয়ে আলােচনা করেছেন । পার্সোনাল গ্রোথ , স্কিল ডেভেলপমেন্ট , ক্যারিয়ার গ্রোথ , পার্সোনাল ফাইন্যান্স , প্রােডাক্টিভিটি ম্যানেজমেন্ট নিয়ে আলােচনা করা হয়েছে এই বইতে । তার মধ্য থেকে ২ টি টপিক নিয়ে আলােচনা করা হলাে । ১.Trap yourself : আজ পর্যন্ত যত বই পড়েছেন , ভিডিও দেখেছেন , উপদেশ পেয়েছেন সবখানেই বলেছে কখনাে নিজেকে Trap এ ফেলবেন না । কিন্তু আপনাকে নিজের জন্য নিজেকে Irap এ ফেলতে হবে ।

উদাহরণস্বরূপ : আপনি একজন মােটা মানুষ । এজন্য প্রতিদিন রাতে ভাবেন কাল থেকে প্রােপার ডায়েট করবেন কিন্তু কোনােদিনও তা করা আপনার হয়ে ওঠে না । আপনার করা হয়ে উঠবে যদি আপনি নিজেকে Trap এ ফেলে দিতে পারেন । আপনার জন্য Trap টা হতে পারে এমন , আম্মু কাল থেকে আমি ডায়েট করব । তুমি প্লীজ আমার জন্য অল্প একটু ভাত আর অনেক অনেক সবজি রান্না করিও ।

Link: ঘরে বসে spoken english বই pdf download

আপনার আম্মু হিসাব করে রান্না করবে । তখন আপনার পেট না ভরলেও আপনি কিছু বলতে পারবেন না । কেননা সবকিছু আপনার কথা মতােই হয়েছে । এছাড়াও আপনার ইগাে কাজ করা শুরু করেছে এই ভেবে যে , যদি আমি বেশি খাই আমার মা ভাববে , আমাকে দিয়ে কিছু হবে না । বা খাওয়ার টাইমে আমাকে লজ্জা দিয়ে বলবে , এই বুঝি তােমার ডায়েট এভাবে যেকোনাে একটা কাজ শুরু করার আগে , আপনি কাজটা করতে যাচ্ছেন বলে সারা দুনিয়াকে জানান দিন , আর নিজেকে Trap এ ফেলে দিন । জয় আপনার হবেই ।

২. Root cause analysis : আমরা প্রতিদিনই কোনাে না কোনাে সমস্যার মধ্য দিয়ে যাই । প্রায়ই অনেক সমস্যারই সমাধান করা হয়ে ওঠে না । কারণ হিসেবে হয়তাে আমরা সমস্যার সঠিক উৎস সম্পর্কে জানতে পারি না । Root cause analysis পদ্ধতি প্রয়ােগ করলে সমস্যার সমাধান করা অনেকাংশেই সহজ হয়ে ওঠে ।

Link: সবার জন্য vocabulary বই pdf download

উদাহরণস্বরূপ : যদি কোনাে ম্যানেজার দেখে যে তার কোনাে কর্মচারী কারখানায় কাঠের গুঁড়াে ফেলেছে তবে Root cause analysis না জানা ম্যানেজার সেই কর্মচারীকে ডেকে বকাঝকা করে ফ্লোর পরিষ্কার করার আদেশ দেবেন । কিন্তু সে যদি জানে কিভাবে Root cause analysis করতে হয় , তবে সে প্রশ্ন করবে , ফ্লোরে ডাস্ট কেন ? কর্মী উত্তর দেবে আমি হাতে ডাস্ট নিয়ে পড়ে গেছিলাম ।

আবার ম্যানেজার জানতে চাইবে , তুমি পড়ে গেলা কেন ? কর্মী আবার উত্তর দেবে কারণ ফ্লোর পিচ্ছিল ছিল । তিনি আবার প্রশ্ন করবেন , কেন ফ্লোর পিচ্ছিল ছিল ? উত্তর আসবে ফ্লোরে তেল পড়েছিল । আবার তিনি প্রশ্ন করবেন , কেন ফ্লোরে তেল পড়েছিল ? উত্তর এলাে কারন মেশিন লিক হয়েছিল । আরেকবার তিনি প্রশ্ন করবেন , মেশিন লিক হওয়ার কারণটা কি ? উত্তর আসতে পারে মেশিনের ভিতরে তেলের ট্যাংকে ফাটল দেখা দিয়েছে বা রাবার লাইনিং কাজ করছে না ।

Also link: গণিতের রঙ্গে হাসিখুশি গণিত বই pdf download

এই উদাহরণ শুরু হয়েছিল ফ্লোরে পড়ে থাকা ডাস্ট থেকে । যেটি মূলত আসল সমস্যা ছিলাে না । আসল সমস্যা হলাে মেশিনে ত্রুটি । কিন্তু ম্যানেজার যদি ডাস্টকেই সমস্যা মনে করে নিতেন তাহলে এরকম সমস্যা তাদের প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হতেই থাকতাে । আর এভাবে Why দিয়ে যেকোনাে সমস্যা কে ৫ বার প্রশ্ন করার নামই হলাে Root cause analysis / 5w Model .

এমন আরও ৫৪ টি কনসেপ্ট যেমন : মানি ম্যানেজমেন্ট , টাইম ম্যানেজমেন্ট , সিভি State Wheel of life , Short time memory , Creating third Identity to এই বইয়ে ফুটিয়ে তােলা হয়েছে । পাঠ্যানুভূতি : বইটি পড়ে আমার বেশ ভালােই লেগেছে । আপনি ছাত্রজীবন থেকে ক্যারিয়ার উন্নয়ন এর প্রায় প্রত্যেকটি বিষয় সম্পর্কে ধারণা পাবেন । আশা করি , বইটি পড়ে আপনি একটু হলেও উপকৃত হবেন , হতাশ হবেন না ।

Download now sell me this pen book by Russell A. Kauser pdf

Download…coming..soon

EBOOk DOWNLOAD