শেষের কবিতা pdf download | Rabindranath Tagore book pdf

sheser kobita book by Rabindranath Tagore pdf download from freeBDpdf.

শেষের কবিতা pdf download

pdf download

রবীন্দ্রনাথ ঠাকুর এর বই pdf download

শেষের কবিতা বই বিবরন,

বইঃ শেষের কবিতা
লেখকঃরবীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশনীঃবিশ্বসাহিত্য ভবন
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃচিরায়ত উপন্যাস PDF

Link: এক কাপ চা | সাদিয়া খান সুবাসিনী

শেষের কবিতা বই রিভিউঃ PDF

একটা কথা আছে , যে নাকি রবীন্দ্রনাথ পড়ে নাই সে নিজেকে কিভাবে বাঙ্গালী দাবি করে !! । রবীন্দ্রনাথের যতগুলা লেখা আছে এক জীবনে পড়ে আমার মনে হয় শেষ করা যাবেনা । মহাকাব্য ব্যতীত সাহিত্যের এমন কোন শাখা নাই যেখানে রবীন্দ্রনাথের পদচারণ নাই। রবীন্দ্রনাথ কে যতই পড়ি ততই মুগ্ধ হই । চরিত্র তৈরীতে রবীন্দ্রনাথ অদ্বিতীয় এটা একবাক্যে স্বীকার করতেই হবে।ইতিহাস , প্রেম , বিচ্ছেদ যখন যে কাহিনী পড়ি সত্যিই অভিভূত হই ।

আজকে রবীন্দ্রনাথের অসাধারণ একটি উপন্যাস শেষের কবিতা নিয়ে সামান্য একটু লিখতে চাই।সত্যিকারার্থে শেষের কবিতা প্রথমবার পড়ে কিছুই বুঝিনাই সব মাথার উপর দিয়েই গেছে।দ্বিতীয়বার পড়াতে যেটুকু মাথায় ঢুকাতে পেরেছি সেটুকুই খুব সংক্ষেপে সবার সাথে শেয়ার করতে চাই । উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় বিলেতে পড়াশোনা করে দেশে ফিরে আসে।অসাধারণ প্রখর বুদ্ধিদীপ্ত রোমান্টিক একটা যুবক।

Also link: পদ্মা নদীর মাঝি উপন্যাস | padma nadir majhi

যে কোনো তর্কে প্রতিপক্ষকে হারাতে অদ্বিতীয় এবং সিদ্ধহস্ত । এই অমিত একবার শিলং পাহাড়ে বেড়াতে যায় । আর সেখানেই এক মোটর – দুর্ঘটনায় পরিচয় হলো উপন্যাসের নায়েকা রূপ লাবণ্যের অধিকারিণী লাবণ্যের সাথে । যার পরিণতিতে অমিত লাবণের মাঝে প্রেম উঁকি দিলো । এরপর অনেক কিছু হলো , কিন্তু অচিরেই বাস্তববাদী লাবণ্য বুঝতে পারল অমিত একেবারে রোমান্টিক জগতের একটা মানুষ ।

যার সঙ্গে প্রতিদিনের সাংসারিক হিসেব – নিকেশ করে সস্থি হয়না । ইতোমধ্যে শিলং এ হাজির হয় কেটি ( কেতকী ) নামের একটা মেয়ে । তার হাতে একটি আংটি দেখিয়ে অমিত কে নিজের বলে দাবি করে , বলে যে অমিতের সাথে তার প্রণয় ছিলো । এতে করে এত দিনের প্রণয়ের পর অমিত লাবণ্যের বিবাহ – আয়োজন পণ্ড হয়ে যায় ।

sheser kobita pdf download

শেষ পর্যন্ত অমিত বুক ভড়া কষ্ট নিয়ে স্বীকার করে যে , লাবণ্যের সাথে তাঁর প্রেম যেন ঝরনার জল ; যা প্রতিদিনের ব্যবহারের জন্য নয় । আর কেতকীর সাথে সম্পর্ক ঘড়ায় রাখা জল- প্রতিদিন পানের উদ্দেশ্যে । এভাবেই উপন্যাসের শেষ হয়েছে । তাই জানতে হলে পরতে হবে বইটি ৷

Download now sheser kobita book by Rabindranath Tagore pdf

download

EBOOk DOWNLOAD