তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা- শারমিন আহমদ pdf download

tajuddin ahmed neta o pita book by Sharmin Ahmed pdf download from freeBDpdf.

তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা বইয়ের বিবরনঃ pdf download

বইঃ তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা বই pdf

লেখকঃ শারমিন আহমদ বই pdf

প্রকাশনীঃ ঐতিহ্য এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ রাজনৈতিক ব্যক্তিত্ব বই pdf

শারমিন আহমদ এর বই pdf download

pdf download

তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা বইয়ের রিভিউঃ pdf download

আমি রাজনীতি একদম পছন্দ করি না । টুকটাক খোঁজ নেওয়া হয় তাও পত্রিকার মাধ্যমে । তাজউদ্দীন আহমদ তার প্রতি হঠাৎ করেই আমার অন্যরকম ভালােবাসার জন্ম নেয় কয়েক বছর আগে । তাই তাকে আরেকটু জানার জন্য বইটি পড়া এবং হয়তাে গ্রুপে অন্যকারাে পছন্দ ব্যক্তি হতে পারে তাই রিভিউ লিখার চেষ্টা । বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ , বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান মন্ত্রী , মুজিব সরকারের অর্থমন্ত্রী , জেল হত্যাকাণ্ডের একজন শহীদ ।

সাধারণত একজন মানুষ এইটুকুই জানেন তাজউদ্দীন সম্পর্কে । এর বেশি কিছু জানতাম না আমি , কিন্তু বইটি পড়ার পর তার প্রতি শ্রদ্ধা ও ভালােবাসা আরেক ধাপ বেড়ে গেছে । বইটি লেখিকা শারমিন আহমদ তার চোখে পিতা ও নেতা দুইটি অবস্থানে তাজউদ্দীন আহমদ কেমন ছিলেন খুব সুন্দর করে তুলে ধরেছেন । বড় এই বইটি কখনােই একঘেয়ে লাগেনি পড়তে গিয়ে , লেখিকা খুব সাবলীল ভাষায় তুলে ধরেছেন একজন স্নেহময়ী বাবা তাজউদ্দীন আর আদর্শ বান , সাংগঠনিক , ন্যায়ের নায়ক একজন নেতা তাজউদ্দীন আহমদ কে । বইটিতে লেখিকা ৭ পর্বে খুব সুন্দর করে সাজিয়ে তার বাবাকে নিয়ে তার স্মৃতি কথা লিখেছেন ।

Link: অসমাপ্ত আত্মজীবনী বই pdf download

যা থেকে অনেক কিছুই জানা যাবে একজন তাজউদ্দীন আহমদ সম্পর্কে।পরিশিষ্টতে রয়েছে কিছু সাক্ষাৎকার , তাজউদ্দীন আহমদের চিঠি , তার ডায়েরি , ও তার নামের মেমােরিয়াল স্ট্রাস্ট ফান্ড গঠন , কিছু আলােকচিত্র ইত্যাদি । নিজেস্ব মতামত :: আমি শুধুই মুগ্ধ হয়ে পড়েছি ও জেনেছি । বইটি একটি গবেষণামুলক গ্রন্থ হিসাবে কাজ করবে । এর ভেতর আরাে কিছু বইয়ের উল্লেখ পেরেছি।বইটি খারাপ দিক বা সমলােচনা দিক হয়তাে আছে কিন্তু সেইগুলাে বের করা আমার ক্ষমতা বাহিরে ।

এই বই লিখে শারমিন আহমেদ যথেষ্ট সমালােচনার মুখে পড়েছিলেন । তার মতে তিনি দেখলেন যুদ্ধের অনেক পরেও যখন তাজউদ্দীন আহমেদ এর মতাে একজন নেতা দেশের ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাচ্ছিলেন । কিন্তু তিনিই ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী । সেই অনুভূতিটাই তাকে এই বই লিখতএই অনুভূতিটাই তাকে এই বই লিখতে অনুপ্রেরণা জোগাতে চেষ্টা করে ।

Link: শেষ জুনায়েদ ইভান বই pdf download

তবে এটা নিয়ে সমালােচনার যথেষ্ট কারন ছিলাে । কেননা তিনি এক জায়গায় বলেন , শেখ মুজিব স্বাধীনতার ঘােষনা দিতে রাজি ছিলেন না । কিন্তু তার জন্য তাজউদ্দীন তাকে চাপ প্রয়ােগ করেছিলেন । এক সময় যদিও ঘােষনা দেওয়া হয় । কিন্তু ভাষ্য মতে এটা নেগেটিভ পর্যায়ে চলে যায় । তবে এখানে বােঝানোর মতাে আরাে অপশন আছে যেমন , শেখ মুজিব আলাদা পাকিস্তান না চাইলেও বাঙালির জন্য সার্বভৌম একটি দেশ চেয়েছেন । তিনি কখনও চান নি পাকিস্তানির সাথে বিরােধীতা করে ভারতের অনুকূলে থাকতে ।

আর সে কারনে পাকিস্তানির সাথে সরাসরি বিরোধীতাও চান নি । যাই হােক দেশ স্বাধীন হলাে একসময় । কিন্তু আরাে বিভিন্ন ঘটনাবলির কারনে দুজনে দুদিকে ছিটকে গেলেন । যদিও রাজনৈতিক দিক থেকে এই বই সমালােচিত হয়েছে । এবং অনেকের মতে শারমিন আহমেদ অর্ধেক শােনা কথা দিয়ে এই বইয়ের পৃষ্ঠা ছাপিয়েছেন । আমি ঠিক রাজনৈতিক কোন্দলের দিকে যাচ্ছি না । আমার কাছে একজন পিতা হারা কন্যার তার বাবাকে নিয়ে স্মৃতিচারণ মূলক পুস্তক হয়েই সমাদৃত হয়েছে । আমি যদিও ততােটা সমালােচনার কিছু পাইনি ।

Link: তোমার নামে সন্ধ্যা নামে বই pdf download

কেননা ভুল দ্ধর উর্ধে নন কোন মানুষ । সে হিসেবে শেখ মুজিবের কেনি সমালােচনাই কাজে লাগবে না তবে অবচেতন ভাবেও যদি শেখ মুজিবকে কোখাও খাটো ভাবে দেখানাে হয় তবে আমাদের হুমায়ূন আজাদের কথাগুলাে মনে রাখা উচিৎ । “ একাওরজুড়ে যত কিছু ঘটেছে , বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত সংবাদ পৌঁছেছে যত প্রচার হয়েছে , মুক্তিযােদ্ধারা যত সেতু উড়িয়ে দিয়েছে , যত পাকিস্তানি জন্তু বধ করেছে , যত বাঙালি নিহত হয়েছে , যত নারী লাঞ্ছিত হয়েছে , আর আমরা স্বাধীনতার স্বপ্ন দেখেছি , তার সবটাই মুজিবের নামে । অন্য কোনাে নামে এটা ঘটতে পারত না ; অন্য কোনাে নাম থেকে এ প্রেরণা উৎসারিত হত না ।

বাংলাদেশকে মুক্তিযুদ্ধে পৌঁছে দিয়েছিলেন মুজিব , বন্দি থেকেও তিনিই নিয়ন্ত্রণ করছিলেন মুক্তিযুদ্ধ তিনিই সৃষ্টি করে চলছিলেন একটি স্বাধীন রাষ্ট্র । মুজিবকে আমরা প্রচণ্ড সমালােচনা করতে পারি , কয়েক দশক ধরে তাে কোটি কোটি বামন প্রাণভরে তাঁর সমালােচনা করছে । তার কোনটাই পূর্ণ হয় নি । তবে একজন রাজনৈতিক নেতা হিসেবে যুদ্ধ পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে একটি ধ্বংসপ্রাপ্ত দেশের অর্থনৈতিক পুনর্গঠনে সফলতা নিয়ে তর্ক থাকলেও তিনি কখনাে নিজের একক চিন্তায় কোন দায়িত্ব রদবদল করেন নি ।

Also link: চিলেকোঠার সেপাই বই pdf download

এমনকি তিনি এমন এক ইতিহাস রচনা করতে চেয়েছেন যে ইতিহাসের কোন পাতাতেই তার কোন নাম থাকবে না । আর তাই কোথাও কোন কিছুতে উনার নাম না থাকলেও কোন আপত্তি থাকবার কথা না । কেননা তিনি নিজেই এটা চাননি কখনাে । তবুও বাংলাদেশের সবগুলাে মুক্তিযুদ্ধ সচেতন নাগরিকের কাছে যেভাবে মুক্তিযুদ্ধের নাম লেপটে থাকবে ঠিক তেমনি তাজউদ্দীন আহমেদ এর নাম বারবারই উচ্চারিত হবে ।

Download now tajuddin ahmed neta o pita book by Sharmin Ahmed pdf

Download …coming..soon

EBOOk DOWNLOAD