তোমার নামে সন্ধ্যা নামে- সাদাত হোসাইন বই pdf download

tomar name sondha name book by Sadat Hossain pdf download from freeBDpdf.

তোমার নামে সন্ধ্যা নামে বইয়ের বিবরনঃ pdf download

বইঃ তোমার নামে সন্ধ্যা নামে বই pdf

লেখকঃ সাদাত হোসাইন বই pdf

প্রকাশনীঃ অন্যপ্রকাশ এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ রোমান্টিক উপন্যাস বই pdf

সাদাত হোসাইন এর বই pdf download

তোমার নামে সন্ধ্যা নামে বইয়ের রিভিউঃ pdf download

তােমার নামে সন্ধ্যা নামে সাদাত হােসাইনের লেখা অন্যতম বিখ্যাত প্রেমের উপন্যাস । বইয়ের মধ্যে সবচেয়ে বেশী নজর কাড়ে মানব মনের বয়সােচিত উপস্থাপন । যা গল্পের কেন্দ্রীয় দুই নারী চরিত্র নীতু কিংবা নদীর কথায় , ভাবনায় , চিন্তা , চেতনায় ফুটে উঠেছে । উপন্যাসের মুখ্য চরিত্র নদী পেশায় একজন অভিনেত্রী ।

সংসারের হাল ধরতে তার বাবা অসুস্থ হওয়ার পর সে এই অভিনয় পেশায় আসে । নাটকের নির্দেশক রায়হান সাহেব যে তাকে পছন্দ করেন , এটা সে জানে । কিন্তু শেষ পর্যন্ত সে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পরে । তার জীবনকে কেন্দ্র করেই ঘটনা মূলত সামনে আগাতে থাকে । নদী সম্পর্কে উপন্যাসের শেষ দিকে লেখকের বক্তব্য তুলে ধরছি- একজীবনের সবটা জুড়ে যুদ্ধই করে গেছে মানুষটা ।

Link: কৃষ্ণপক্ষ- হুমায়ূন আহমেদ বই pdf download

সেই যুদ্ধে সে একাই যােদ্ধা । তার হাত ধরবার কেউ নেই । পাশে দাঁড়াবার কেউ নেই । দিনশেষে মানুষটা অবধি নেই যার কাছে সে নিজেকে সমর্পণ করে দিতে পারে । তার জন্মই যেন কেবল অন্যের জন্য । নীতুর প্রসঙ্গে আসা যাক । সে তার বয় : সন্ধিকালে একটি ভুল করে বসে । এই ভুলের জন্য তার পরিবার তার মানসিকভাবে আরােও দুর্বল করে দেয়৷

জীবনের শুরুতে হোঁচট খেয়ে সে একেবারে নিস্পৃহ হয়ে যায় । তাকে এ অবস্থা থেকে টেনে তুলতে তার বন্ধু অন্তু অনেক চেষ্টা করে । কিন্তু নীতু কোনােমতেই অন্তর সাথে আগের মতাে সম্পর্ক রাখতে চায়না । সে আস্তে আস্তে সবকিছু থকে নিজেকে গুটিয়ে ফেলতে শুরু করে । উপন্যাসের অন্যতম রহস্যময় একটি চরিত্র ফজলু মিয়ার কথা না বললেই নয় ।

Link: সূর্য দীঘল বাড়ী- আবু ইসহাক বই pdf download

নদীর অভিনিত সব নাটকে প্রযােজনা করার জন্য নদীর মনে সংশয় দানা বাঁধে , কে এই মাছ ব্যবসায়ী ফজলু ? সে কি আদৌ ভালাে না খারাপ মানুষ ? একপর্যায়ে মনে হবে মানুষটা আর যাই করুক না কেনাে তার মনটা অন্তত ভালাে এবং দয়ালু । আবার পরমুহূর্তেই তাকে সন্দেহজনক লাগতে শুরু হবে । ফজলু মিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে এবং তার উদ্দেশ্য চিহ্নিত করতে পাঠককে শেষ পৃষ্ঠা অব্দি যেতে হবে । ভালােবাসার মতাে অদ্ভুত আর বিচিত্র জিনিস ত্রিভুবনে নেই ।

কিন্তু ভালােবাসা সবসময় হেরে যায় অভিমান , অভিযােগ , কিংবা কিছু ভুলের কারণে । কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ক আবার পুনরায় জোড়া লাগেনা অথবা ঠিক হয়না । কিন্তু আমরা চাইলেই অভিমান , অভিযােগ , রাগ , দুঃখ এসব ভুলে আবার ডুবে যেতে পারি ভালােবাসায় । কিছু কিছু ক্ষেত্রে হয়তাে এইটুকুও করা হয়ে উঠে না । তখন অভিমান ক্রমশ মানুষকে গ্রাস করে নিতে থাকে । যার বাস্তব প্রতিবিম্ব আমরা ‘ তােমার নামে সন্ধ্যা নামে ‘ উপন্যাসে দেখতে পাবাে ।

আমার মতে প্রেম ভালােবাসার গল্পের আড়ালে এই উপন্যাস আসলে কয়েকটি মানুষের হৃদয়ে অনুভব করা সুখ – দুঃখের মিশ্রণ , ক্লান্তি – বিষাদের প্রসার , অপ্রাপ্তি আর দুঃসহ দুঃখবােধের গল্প লিখেছেন প্রখ্যাত লেখক সাদাত হােসাইন ভাইয়া । নামকরণ : বইয়ের নামকরণ করা হয়েছে লেখকের অনেক আগে লেখা কবিতার চারটি লাইন থেকে । বইয়ের মলাটের পেছনের পৃষ্ঠায় লিখিত সেই কবিতাটি আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম এখানেও ” দূরে তখন ডুবে যাচ্ছে সূর্য । নেমে আসছে সন্ধ্যা ।

Link: ক্রীতদাসের হাসি- শওকত ওসমান এর বই pdf download

সন্ধ্যার সেই অন্ধকার নীতুর বুকের ভেতর গাঢ় অভিমানে ফিসফিস করে বলে যাচ্ছে – তােমার নামে সন্ধ্যা নামা শহর জানে রােজ কতটা আঁধার জমাই অভিমানে রােজ কতটা কান্না জমাই বুকের কোণে তােমার নামে রাত্রি গভীর শহর জানে । ” পাঠ প্রতিক্রিয়া যেহেতু আমি সাদাত হােসাইন ভাইয়ার বিশাল বড় ভক্ত তাই আমার ফিডব্যাক আপনারা সমর্থন নাও করতে পারেন । তবুও নিরপেক্ষ থেকেই বলছি অসাধারণ লেগেছে এই বইটি ।

অযাচিত কোনাে চরিত্রায়ন নেই , অতিরিক্ত কোনাে সংলাপ নেই , প্রয়ােজনের অতিরিক্ত আবেগের ঘনঘটাও নেই পুরাে উপন্যাসজুড়ে- যা আমার কাছে খুবই ভালাে লেগেছে । বইয়ের অন্যতম একটি আকর্ষণ ছিল সুকৌশলে গদ্যের মাঝে পদ্যের ব্যবহার । এই বইয়ের আকার সাদাত হােসাইনের অন্যান্য বইয়ের থেকে তুলনামূলক বড় । অনেকে অভিযােগ করেন বইয়ের দাম বেশি বলে । তবে আমার মতে , বইয়ের বাঁধাই , পেজের আকার ও মান সব দশে দশ পাওয়ার যােগ্যতা রাখে ।

Also link: শেষ বিকেলের মেয়ে- জহির রায়হান বই pdf download

তাই সব মিলিয়ে পাঠকপ্রিয়তা অর্জনের যথার্থ কারণ এই উপন্যাসে খুঁজে পেয়েছি আমি । বইয়ের যেসব লাইন হৃদয় ছুঁয়ে গেছে : তুমি আকাশের মতােই আকাশ । সবাই ভাবে সম্পর্কে সর্বক্ষেত্রে দুজনের সমান কন্ট্রিবিউশন থাকতে হবে । আমি যেমন তার জন্য এটা করেছি , ওটা করেছি , সে কেন করবে না ? সবকিছু সমান সমান হতে হবে । সবাই মনে করে এতেই বুঝি সম্পর্ক ভাল থাকে । কিন্তু বিষয়টা তা নয় । দুজনের পক্ষে কখনােই সবকিছুতে সমান কন্ট্রিবিউশন সম্ভব নয় ।

হয়তাে কোথাও একজন ষাট ভাগ করলাে , অন্যজন চল্লিশ । আবার কোথাও হয়তাে একজন দশ , অন্যজন নব্বই । এই দুজনের টা মিলেই শতভাগ সম্পর্ক । এখানে । ফিফটি ফিফটি কোনকিছুই হয়না । পৃথিবীতে ভালবাসাই বােধহয় সবচেয়ে বেশি পারস্পরিক । এটি যত্নে বাড়ে । অবহেলায় ধসর ম্লান হয়ে যায় । তাই বইটি পড়লে জানা যাবে সব কিছু ৷

Download now tomar name sondha name book by Sadat Hossain pdf

Download… coming.. soon

EBOOk DOWNLOAD